আমার ভরসা কেবল তুমি গো দয়াল বাবাজান – লিরিক্স
- আপডেট সময় : ০৯:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ২৫৩৩ বার পড়া হয়েছে
আমার ভরসা কেবল তুমি গো দয়াল বাবাজান -৪
বাবা আমার দেলেরও কুরআন
বাবা আমার নূরে আলা চান-২
সেই নূরের ঝলকে উঠে ফায়েজের তুফান গো বাবাজান।
আমার ভরসা কেবল তুমি -২
শুনিয়াছি লোকেরও মুখে
তোমায় যে যেখানে থাইকা ডাকে-২
দাও দেখা তুমি তোমার নিজ গুনেতে, দয়াল বাবাজান।
আমার ভারসা কেবল তুমি-২
বাবাজানের প্রেম সোহাগীর নায়,বনের বাঘে বৈইঠা বায়।
জলের কুমিরও টানে বাবার নায়ের গুনগান, বাবাজান-
আমার ভরসা কেবল তুমি -২ (ঐ)