About Us
“সূফিবাদ” বিশ্ব মানতবতার মুক্তির দিকপাল। সূফিজম মানুষকে মানবতা, প্রেম, ক্ষমা, সৌহার্দ্য, পরোপকার শিক্ষা দেয়। সূফিবাদের বিভিন্ন লিখা পড়তে সাথেই থাকুন।
‘সূফিবাদ.কম’ বাংলাদেশের একমাত্র জনপ্রিয় আধ্যাত্মিক ব্লগ ওয়েবসাইট। ২০১৯ সালের মার্চ হতে এই ওয়েবসাইটের যাত্রা শুরু হয়। আমরা ব্যক্তি কেন্দ্রিক প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করিনা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিরাতুল মুস্তাকিমদের (আউলিয়াদের) জীবনী/বাণী/হিকমাহ/ইলম/তত্ত্ব এবং আহলে বায়েতের শান-মান প্রচার করা।
ধর্মীয় বিষয়ে, রাজনৈতিক বিষয়ে কোনো প্রকার সমালোচনা হয় এরুপ প্রচার আমরা করিনা। সকল ধর্ম ও জাতিকে আমরা সম্মান করি।