ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আপন পীরের শানে কবিতা

  • আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ২৫২১ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপন পীরের শানে কবিতাঃ

দীপ্ত প্রদীপ্ত তোমার অপার মহিমায়
কাটিল তিমির নিশা এই ধরায়,
তোমাকে পাঠিয়ে তিনি,মোদের তরে
করুনা করিলেন প্রভু এই বাংলায়।

জমানার সিদ্দিকীনদের শ্রেষ্ঠ তুমি ,
তুমিই খাতেমুস সিদ্দিকীন।
তোমার পরে নাই কোন পীর ,
এই ধরাধামে সমাসীন।

মনের বেদনা মোর
বলি আর কাহারে,
তুমি ছাড়া মোর কেহ নাই ,
এ ভূবন মাঝারে।
মোদের ও মোদের বংশধর,
তোমার দয়ার ভিখারী সবাই ,
রাখিও তোমার কদমে ,
তোমা বিনে কোন গতি নাই।
কত যে কাতর স্বরে ,
প্রানের ভাষায় ,
তোমার দয়ার আশে ,
ডাকি যে তোমায়।,
তোমাকে ভুলিনা আমরা, ভুলিনা কখন
তুমি কি আমাদের তবে করিবে গ্রহণ ?

জীবনের চাইতেও বেশী
ভালবাসি যারে,
রাবেতার নয়নে একবারও
না দেখিলাম তারে।
জানিনা আমার ভালবাসায়
আছে কি কোন ভুল ?
একবার হলেও দেখা দাও ,
হে নায়েবে-রাসুল ।

“সালাম তোমায় নবী,হাজার সালাম।
তোমার বংশধরদের প্রতি,মোদের সালাম।

( মহা পবিত্র ৭ ই সফরে শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের স্মরনে মুইনউদ্দিন সিদ্দিকির নিবেদন )

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

আপন পীরের শানে কবিতা

আপডেট সময় : ১১:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

আপন পীরের শানে কবিতাঃ

দীপ্ত প্রদীপ্ত তোমার অপার মহিমায়
কাটিল তিমির নিশা এই ধরায়,
তোমাকে পাঠিয়ে তিনি,মোদের তরে
করুনা করিলেন প্রভু এই বাংলায়।

জমানার সিদ্দিকীনদের শ্রেষ্ঠ তুমি ,
তুমিই খাতেমুস সিদ্দিকীন।
তোমার পরে নাই কোন পীর ,
এই ধরাধামে সমাসীন।

মনের বেদনা মোর
বলি আর কাহারে,
তুমি ছাড়া মোর কেহ নাই ,
এ ভূবন মাঝারে।
মোদের ও মোদের বংশধর,
তোমার দয়ার ভিখারী সবাই ,
রাখিও তোমার কদমে ,
তোমা বিনে কোন গতি নাই।
কত যে কাতর স্বরে ,
প্রানের ভাষায় ,
তোমার দয়ার আশে ,
ডাকি যে তোমায়।,
তোমাকে ভুলিনা আমরা, ভুলিনা কখন
তুমি কি আমাদের তবে করিবে গ্রহণ ?

জীবনের চাইতেও বেশী
ভালবাসি যারে,
রাবেতার নয়নে একবারও
না দেখিলাম তারে।
জানিনা আমার ভালবাসায়
আছে কি কোন ভুল ?
একবার হলেও দেখা দাও ,
হে নায়েবে-রাসুল ।

“সালাম তোমায় নবী,হাজার সালাম।
তোমার বংশধরদের প্রতি,মোদের সালাম।

( মহা পবিত্র ৭ ই সফরে শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের স্মরনে মুইনউদ্দিন সিদ্দিকির নিবেদন )