ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নবী করিম (সাঃ) কিসের তৈরি

  • আপডেট সময় : ০৪:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ২৫০৯ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবী করিম (সাঃ) কিসের তৈরি

নবীজি সাঃ নুরের তৈরি তার দলিলঃ

আল্লাহ তায়া’লা ইরশাদ করেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ –
অর্থঃ নিশ্চয়ই তোমাদের নিকট
আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং
স্পষ্ট কিতাব এসেছে।। (সূরা মায়িদা
আয়াত- ১৫)
আলোচ্য আয়াতে নূর দ্বারা নবী করীম
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
কে বুঝানো হয়েছে। নিম্নে আরো
কয়েকটি প্রসিন্ধ তাফসীরের আলোকে
দলিল উপস্থাপন করা হলঃ-
দলিল নং ১
বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কোরআন
হযরত ইবনে আববাস (রাঃ) এর বিশ্ব
বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে আববাস
এর মধ্যে আছে-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻲ
ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺅﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। (তাফসীরে ইবনে আববাস
পৃষ্ঠা ৭২)।

দলিল নং ২
ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর
আত্-তবারী (রা) তাঁর বিখ্যাত তাফসীর
গ্রন্থ ইবনে জারীর এর মধ্যে বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻲ
ﺑﺎﺍﻟﻨﺆﺭ ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺅﺳﻠﻢ ﺍﻟﺬﻱ ﺍﻧﺎﺭ
ﺍﻟﻠﻪ ﺑﻪ ﺍﻟﺤﻖ ﻭﺍﻇﻬﺮﺑﻪ ﺍﻻﺳﻼﻡ ﻭﻣﺤﻖ ﺑﻪ ﺍﻟﺸﺮﻙ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন, যে নূর দ্বারা আল্লাহ সত্যকে
উজ্জ্বল ও ইসলামকে প্রকাশ করেছেন
এবং শিরিককে নিশ্চিহ্ন করেছেন।
( তাফসীরে ইবনে জারীর ৬ষ্ঠ খন্ড,
পৃষ্ঠা ৮৬, সূরা মায়িদা আয়াত ১৫)।

দলিল নং ৩
মুহীউস্সুন্নাহ আল্লামা আলাউদ্দীন
আলী ইবনে মুহাম্মদ (রাঃ) (যিনি
‘খাজিন’ নামে পরিচিত) তাফসীরে
খাজেনের মধ্যে বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻰ ﺑﺎﺍﻟﻨﺆﺭ
ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻧﻤﺎ ﺳﻤﺎﻩ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ
ﺍﻻﻧﻪ ﻳﻬﺪﺍﻯ ﺑﺎﻟﻨﻮﺭ ﻓﻲ ﺍﻟﻈﻼﻡ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। আল্লাহ তায়া’লা তাঁর
নামকরণ করেছেন নূর, কারণ তাঁর নূরেতে
হেদায়ত লাভ করা যায়। যেভাবে
অন্ধকারে নূর দ্বারা পথ পাওয়া যায়।
(তাফসীরে খাজিন ১ম খন্ড, পৃষ্ঠা ৪১৭)।

দলিল নং ৪
ইমাম হাফেজ উদ্দীন আবুল বারাকাত
আব্দুল্লাহ ইবনে আহমদ আন- নাসাফী
(রা) এই আয়াত শরীফ ( ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ
ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ) প্রসঙ্গে বলেন-
ﻭﺍﻟﻨﻮﺭ ﻣﺤﻤﺪ ﻋﻠﻴﻪ ﻭﺍﻟﺴﻼﻡ ﻻﻧﻪ ﻳﻬﺘﺪﺍﻱ ﺑﻪ ﻛﻤﺎ
ﺳﻤﻲ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ –
আর নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। কেননা তাঁর
নূরেতে হেদায়ত লাভ করা যায়, যেমন
তাঁকে উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে।
(তাফসীরে মাদারিক ১ম খন্ড, পৃষ্ঠা
৪১৭)।

দলিল নং ৫
ইমামুল মুতাকাল্লেমীন আল্লামা
ফখরুদ্দীন রাযী (রা) এই আয়াত শরীফ
( ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ )
প্রসঙ্গে বলেন-
ﺍﻥ ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎﻟﻨﻮﺭ ﻣﺤﻤﺪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
ﻭﺑﺎﻟﻜﺘﺎﺏ ﺍﻟﻘﺮﺍﻥ –
অর্থঃ নিশ্চয়ই নূর দ্বারা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এবং কিতাব দ্বারা আল কোরআন
মজীদকে বুঝানো হয়েছে। (তাফসীরে
কবীর ৩য় খন্ড, পৃষ্ঠা ৩৯৫, সূরা মায়িদা
আয়াত ১৫)।

আর যারা বলে যে ‘নূর ও কিতাবে মুবীন’
দ্বারা কুরআন মজীদকেই বুঝানো
হয়েছে, ইমাম রাযী (রা) সে সম্পর্কে
বলেন-
ﻫﺬﺍ ﺿﻌﻴﻒ ﻻﻥ ﺍﻟﻌﻄﻒ ﻳﻮﺟﺐ ﺍﻟﻤﻐﺎﻳﺮﺓ ﺑﻴﻦ
ﺍﻟﻤﻌﻄﻮﻑ ﻭﺍﻟﻤﻌﻄﻮﻑ ﻋﻠﻴﻪ –
এই অভিমত দুর্বল, কারণ আতফ
(ব্যাকরণগত সংযোজিত) মা‘তুফ
(সংযোজিত) ও মা‘তুফ আলাইহি (যা
তার সাথে সংযোজন কারা হয়েছে ) এর
মধ্যে ভিন্নতা প্রমাণ করে। (তাফসীরে
কবীর ৩য় খন্ড, পৃষ্ঠা ৩৯৫)।

দলিল নং ৬
ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রা) বলেনঃ
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻫﻮ ﻧﻮﺭ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর এসেছে, তা হল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এর নূর মোবারক।
‏( তাফসীরে জালালাইন শরীফ পৃষ্ঠা
৯৭ ‏)

দলিল নং ৭
আল্লামা মাহমূদ আলূসী বাগদাদী (রা)
বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻫﻮ ﻧﻮﺭﻋﻈﻴﻢ ﻫﻮ ﻧﻮﺭ
ﺍﻻﻧﻮﺍﺭﺍﻟﻨﺒﻰ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻰ
ﺫﻫﺐ ﻗﺘﺎﺩﺓ ﻭﺍﻟﺰﺟﺎﺝ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে মহান নূর এসেছে । আর
তিনি হলেন নূরুল আনোয়ার নবী
মোখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। এটাই হযরত কাতাদাহ ও
যুজাজের অভিমত। (তাফসীরে রুহুল
মাআনী ৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ৯৭)।

দলিল নং ৮
আল্লামা ইসমাঈল হক্কী (রা) বলেন-
ﻗﻴﻞ ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎﺍﻻﻭﻝ ﻫﻮ ﺍﻟﺮﺳﻮﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻭﺑﺎﻟﺜﺎﻧﻰ ﺍﻟﻘﺮﺍﻥ –
অর্থঃ বলা হয়েছে যে, প্রথমটা অর্থাৎ
নূর দ্বারা রাসূলে করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম কে বুঝানো
হয়েছে এবং দ্বিতীয়টা অর্থাৎ
কিতাবে মুবীন দ্বারা কুরআন কে
বুঝানো হয়েছে। (তাফসীরে রুহুল বয়ান
২খন্ড, পৃষ্ঠা ২৬৯)
আর অগ্রসর হয়ে বলেন-
ﺳﻤﻰ ﺍﻟﺮﺳﻮﻝ ﻧﻮﺭﺍ ﻻﻥ ﺍﻭﻝ ﺷﻴﺊ ﺍﻇﻬﺮﻩ ﺍﻟﺤﻖ
ﺑﻨﻮﺭ ﻗﺪﺭﺗﻪ ﻣﻦ ﻇﻠﻤﺔ ﺍﻟﻌﺪﻡ ﻛﺎﻥ ﻧﻮﺭ ﻣﺤﻤﺪ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻛﻤﺎ ﻗﺎﻝ ﺍﻭﻝ ﻣﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭﻯ –
অর্থ: আল্লাহ তায়া‘লা রসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এর নাম রেখেছেন নূর। কেননা আল্লাহ
তায়া‘লা তাঁর কুদরতের নূর থেকে
সর্বপ্রথম যা প্রকাশ করেছেন তা তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এর নূর মোবারক। যেমন তিনি
ফরমায়েছেন- আল্লাহ তায়া‘লা
সর্বপ্রথম আমার নূর মোবারক কে সৃষ্টি
করেছেন। (তাফসীরে রুহুল বয়ান ২য় খন্ড,
পৃষ্ঠা ৩৬৯)।

দলিল নং ৯
ইমাম মুহীউস সুন্নাহ আবু মুহাম্মদ আল-
হোসাইন আল-ফাররা আল-বাগাভী (রা)
বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻳﻌﻨﻰ ﺑﺎﺍﻟﻨﺆﺭ ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। (তাফসীরে মাআলিমুত
তান্যীল, ২য় খন্ড, পৃষ্ঠা ২৩, তাফসীরে
খাযিনের পাদ টীকা)
এ ছাড়া আরো অনেক তাফসীর গ্রন্থর
মধ্যে আছে যে নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নূরঃ-
সুরা মায়েদা পারা ৬, ১৫ নং আয়াতে
নূরের ব্যাখ্যাঃ-
১। তাফসীরে মারেফুল কোরআন পৃষ্ঠা
৫৪। ২। তাফসীরে আবি সউদ ২য় খন্ড,
পৃ- ২৫১, ৩। তাফসীরে রুহুল বয়ান ২য়
খন্ড, পৃ- ৩৬৯, ৪। তাফসীরে রুহুল
মায়ানী ১ম খন্ড, পৃ- ৩৬০, ৬ষ্ঠ খন্ড,
পৃষ্ঠা ৯৭, ৫। তাফসীরে ইবনে জারীর
৬ষ্ঠ খন্ড, পৃ- ৮৬, ৬। তাফসীরে কবীর
১১তম খন্ড, পৃ- ১৬৩, ৭। তাফসীরে
কুরতুবী ৬ষ্ঠ খন্ড পৃ- ১১৮, ৯। তাফসীরে
বায়জাভী ১ম খন্ড, পৃ- ৬৪, ১০।
তাফসীরে মাজহারী ৩য় খন্ড, পৃ- ৬৮,
১১। তাফসীরে কবীর ৬ষ্ঠ খন্ড, পৃ- ৪৬২,
১২। ছফওয়াতুত তাফাসীর ২য় খন্ড, পৃ-
১৪০, ১৩। তাফসীরে দুররে মানসুর ২য়
খন্ড, পৃ- ১৮৭, তাফসীরে নূরুল কোরআন
৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ১৬১, তাফসীরে নঈমী
৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ২৯৫।

সূরা তাওবা পারা ১০, ৩২ নং আয়াতে
নূরের ব্যাখ্যাঃ-
১। তাফসীরে দুররে মানসুর ৩ খন্ড, পৃ-
২০১, ২। তাফসীরে কবীর ১৬ম খন্ড, পৃ-
৩৪, ৩। তাফসীরে রুহুল মায়ানী ১৪ম
খন্ড, পৃ- ৪৮।
v সুরা নূর পারা ১৮, আয়াত নং
৩৫ঃ-
১। তাফসীরে ইবনে আববাস ৪র্থ খন্ড,
পৃ- ২৪, ২। তাফসীরে রুহুল মায়ানী ১০ম
খন্ড, পৃ- ১৬৬।
v সুরা আহযাব আয়াত নং ৪৬ঃ-
১। তাফসীরে আহকামুল কোরআন লিল
ইবনুল আরাবী ৩য় খন্ড, পৃ- ১৫৪৬, ২।
তাফসীরে মাওয়ারদী ৪র্থ খন্ড, পৃ-
৪১১।

দলিল নং ১০
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﻠﺖ
ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺑﺎﺑﻰ ﺍﻧﺖ ﻭﺍﻣﻰ ﺍﺧﺒﺮﻧﻰ ﻋﻦ ﺍﻭﻝ
ﺷﺊ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ؟ ﻗﺎﻝ ﻳﺎ ﺟﺎﺑﺮ
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺪ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ﻧﻮﺭﻧﺒﻴﻚ ﻣﻦ
ﻧﻮﺭﻩ ﻓﺠﻌﻞ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻳﺪﻭﺭ ﺑﺎﻟﻘﺪﺭﺓ ﺣﻴﺚ ﺷﺎﺀ
ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻓﻲ ﺫﺍﻟﻚ ﺍﻟﻮﻗﺖ ﻟﻮﺡ ﻭﻻ ﻗﻠﻢ
ﻭﻻ ﺟﻨﺔ ﻭﻻ ﻣﻠﻚ ﻭﻻ ﺳﻤﺎﺀ ﻭﻻ ﺍﺭﺽ ﻭﻻ ﺷﻤﺲ
ﻭﻻ ﻗﻤﺮ ﻭﻻ ﺟﻦ ﻭﻻ ﺍﻧﺲ – ﻓﻠﻤﺎ ﺍﺭﺍﺩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ
ﺍﻥ ﻳﺨﻠﻖ ﺍﻟﺨﻠﻖ ﻗﺴﻢ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﺍﺭﺑﻌﺔ ﺍﺟﺰﺍﺀ
ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻟﺠﺰﺀ ﺍﻻﻭﻝ ﺍﻟﻘﻠﻢ ﻭ ﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﺍﻟﻠﻮﺡ
ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﻌﺮﺵ ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺠﺰﺀ ﺍﻟﺮﺑﻊ ﺍﺭﺑﻌﺔ
ﺍﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻻﻭﻝ ﺣﻤﻠﺔ ﺍﻟﻌﺮﺵ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻰ
ﺍﻟﻜﺮﺳﻰ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺑﺎﻗﻰ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺮﺑﻊ
ﺍﺭﺑﻊ ﺍﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻻﻭﻝ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻰ
ﺍﻻﺭﺿﻴﻦ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﺠﻨﺔ ﻭﺍﻟﻨﺎﺭ
— ﺍﻟﺦ –
অর্থঃ হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, আমি আবেদন করলাম, ইয়া
রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম আমার মা-বাবা আপনার
কদম মোবারকে উৎসর্গিত, আপনি দয়া
করে বলুন, সকল বস্ত্তর পূর্বে সর্বপ্রথম
আল্লাহ তায়া’লা কোন বস্ত্তটি সৃষ্টি
করেছিলেন? নবীজী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
নিশ্চয়ই আল্লাহ তায়’লা সমস্ত কিছুর
পূর্বে তোমার নবীর (তোমার) নূর
মোবারক তাঁরই নূর মোবারক হতে সৃষ্টি
করেছেন অতঃপর ওই নূর আল্লাহ
তায়’লারই মর্জি মুতাবেক তাঁরই কুদরতি
শক্তিতে পরিভ্রমণ করতে লাগল। ওই সময়
না ছিল বেহেশ্ত-দোযখ, আর ছিলনা
আসমান-যমীন, চন্দ্র-সূর্য, মানব ও দানব।
এক পর্যায়ে মহান আল্লাহ যখন
সৃষ্টিজগত পয়দা করার মনস্থ
করেছিলেন, প্রথমেই ওই নূর মোবারককে
চারভাগে বিভক্ত করে প্রথম অংশ
দিয়ে কলম, দ্বিতীয় অংশ দিয়ে লওহ,
তৃতীয় অংশ দিয়ে আরশ, সৃষ্টি করে
চুতুর্থাংশকে পুণরায় চারভাগে বিভক্ত
করে প্রথমাংশ দিয়ে আরশবহনকারী
ফেরেশতাদের দ্বিতীয় অংশ দ্বারা
কুরসী, তৃতীয় অংশ দ্বারা অন্যান্য
ফেরেশতাদের সৃষ্টি করে চুতুর্থাংশকে
আবারও চারভাগে বিভক্ত করে প্রথম
ভাগ দিয়ে সপ্ত আসমান, দ্বিতীয় ভাগ
দিয়ে সপ্ত যমীন, তৃতীয় ভাগ দিয়ে
বেহেশত-দোযখ এবং পরবর্তী ভাগ দিয়ে
পর্যায়ক্রমে অন্যান্য সকল বস্ত্ত সৃষ্টি
করে। (আল মাওয়াহিবুল লাদুনিয়া ১ম
খন্ড, পৃষ্ঠা ৭১)।

দলিল নং ১১
ﻋﻦ ﻛﻌﺐ ﺍﻟﺨﺒﺎﺭ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻟﻤﺎ ﺍﻟﻠﻪ ﺍﻥ
ﻳﺨﻠﻖ ﺍﻟﻤﺨﻠﻮﻗﺎﺕ ﺑﺴﻂ ﺍﻻﺭﺽ ﻭﻗﻊ ﺍﻟﺴﻤﺎﺀ
ﻭﻗﺒﺾ ﻗﺒﺼﺔ ﻣﻦ ﻧﻮﺭﻩ ﻭ ﻗﺎﻝ ﻟﻬﺎ ﻛﻮﻧﻰ ﻣﺤﻤﺪﺍ
ﻓﺼﺎﺭﺕ ﻋﻤﻮﺩﺍ ﻣﻦ ﻧﻮﺭﻩ ﻓﻌﻼ ﺣﺘﻰ ﺍﻧﺘﻬﻰ ﺍﻟﻰ
ﺣﺠﺐ ﺍﻟﻌﻈﻤﺔ ﻓﺴﺠﺪ ﻭ ﻗﺎﻝ ﻓﻰ ﺳﺠﻮﺩﻩ ﺍﻟﺤﻤﺪ
ﻟﻠﻪ ﻓﻘﺎﻝ ﺍﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ ﻭ ﺗﻌﺎﻟﻰ ﻟﻬﺬﺍ ﺧﻠﻘﺘﻚ ﻭ
ﺳﻤﻴﺘﻚ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻣﻨﻚ ﺍﺑﺪﺍ
ﺍﻟﺨﻠﻖ ﻭ ﺑﻚ ﺍﺧﺘﻢ ﺍﻟﺮﺳﻞ –
অর্থঃ হযরত কাব আহবার (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক
রাববুল আলামিন যখন সৃষ্টি জগত সৃজন
করার ইচ্ছা করলেন তখন মাটিকে
সস্প্রসারিত করলেন, আকাশকে উঁচু
করলেন এবং আপন নূও হতে এক মুষ্ঠি নূর
গ্রহন করলেন। তারপর উক্ত নূরকে
নির্দেশ দিলেন‘ তুমি মুহাম্ম্দ হয়ে
যাও।’ অতএব সে নূও স্তম্ভের ন্যায়
উপরের দিকে উঠতে থাকল এবং মহত্বের
পর্দা পর্যন্ত পৈাছে সিজদায় পরে
বলল,‘আলহামদুলিল্লাহ্’ তখন আল্লাহ্
পাকের পক্ষ থেকে ইরশাদ হল,এজন্যই
তোমাকে সৃষ্টি করেছি আর তোমার
নাম মুহাম্ম্দ রেখেছি। তোমার হতেই
সৃষ্টি কাজ শুরু করব এবং তোমাতেই
রিসালাতের ধারা সমাপ্ত করব ।
(সিরাতুল হালাভিয়া ১ম খন্ড, পৃষ্ঠা
৫০)।

দলিল নং ১২
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺔ : ﻛﻨﺔ ﻓﻲ ﺍﻟﺸﺠﺮ
ﺛﻮﺑﺎ ﻟﺮﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﻧﻄﻔﺎ
ﺍﻟﻤﺼﺒﺎﺡ ﻭ ﺳﻘﻄﺔ ﺍﻻﺑﺮﺓ ﻣﻦ ﻳﺪﻱ ﻓﺪﺧﻞ ﻋﻠﻲ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﺿﺎﺀ ﻣﻦ ﻧﻮﺭ
ﻭ ﺟﻬﻪ ﻓﺠﺪﺓ ﺍﻻﺑﺮﺓ –
অর্থঃ ‘‘হযরত আয়েশা (রা) হতে বর্ণিত-
তিনি বলেন, আমি রাত্রে বাতির
আলোতে বসে নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর কাপড়
মোবারক সেলাই করেছিলাম। এমন সময়
প্রদীপটি (কোন কারণে) নিভে গেল
এবং আমি সুচটি হারিয়ে ফেললাম।
এরপরই নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার ঘরে
প্রবেশ করলেন। তাঁর চেহারা
মোবারকের নূরের জ্যোতিতে আমার
অন্ধকার ঘর আলোময় হয়ে গেল এবং
আমি (ঐ আলোতেই) আমার হারানো
সুচটি খুজে পেলাম’’। (ইমাম ইবনে
হায়তামী (রাঃ) এর আন-নে’মাতুল
কোবরা আলার আলম গ্রন্থে ৪১ পৃষ্ঠা)।

দলিল নং ১৩
ﺍﺧﺮﺝ ﺍﺑﻦ ﺍﺑﻲ ﻋﻤﺮ ﺍﻟﻌﺪﻧﻲ ﻓﻰ ﻣﺴﻨﺪﻩ ﻋﻦ ﺍﺑﻦ
ﻋﺒﺎﺱ ﺍﻥ ﻗﺮﻳﺸﺎ ﻛﺎﻧﺖ ﻧﻮﺭﺍ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ
ﻗﺒﻞ ﺍﻥ ﻳﺨﻠﻖ ﺍﺩﻡ ﺑﺎﻟﻔﻰ ﻋﺎﻡ ﻳﺴﺒﺢ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻭ
ﺗﺴﺒﺢ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺑﺘﺴﻴﺤﻪ ﻓﻠﻤﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﺍﺩﻡ ﺍﻟﻘﻲ
ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻓﻰ ﺻﻠﺐ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻞ ﺍﻟﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﻫﺒﻄﻨﻰ ﺍﻟﻠﻪ ﺍﻟﻰ ﺍﻻﺭﺽ ﻓﻰ ﺻﻠﺐ
ﺍﺩﻡ ‏( ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ‏) ﻭ ﺟﻌﻠﻨﻰ ﻓﻰ ﺻﻠﺐ ﻧﻮﺡ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺴﻼﻡ ﻭ ﻕ ﻑ ﺑﻰ ﻓﻰ ﺻﻠﺐ ﺍﺑﺮﻫﻴﻢ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺴﻼﻡ ﺛﻢ ﻟﻢ ﻳﺰﻝ ﺍﻟﻠﻪ ﻳﻨﻘﻠﺒﻰ ﻣﻦ ﺍﻟﺼﻼﺏ ﺍﻟﻜﺮﻳﻤﺔ
ﻭ ﺍﻻﺭﺣﺎﻡ ﺍﻟﻄﺎﻫﺆﺓ ﺣﺘﻰ ﺍﺧﺮﺟﻨﻰ ﻣﻦ ﺑﻴﻦ ﺍﺑﻮﻯ ﻟﻢ
ﻳﻠﺘﻘﻴﺎ ﻋﻠﻰ ﺳﻔﺎﺡ ﻗﻂ –
অর্থঃ হযরত ইবনে আলী ওমর আল-
আদানী স্বীয় মুসনাদে হযরত ইবনে
আববাস (রাঃ) থেকে বর্ণনা করেন,
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি
করলেন, তখন তাঁকে তাঁর সন্তানদের
পরস্পরের মধ্যে মর্যাদার তারতম্যটুকুও
দেখাতে লাগলেন। তিনি ( আদম
আলাইহিস সালাম ) তাদের মধ্যে
শেষপ্রান্তে একটা উজ্জ্বল নূর দেখাতে
পেলেন। তখন তিনি বললেন,‘‘ হে রব! ইনি
কে? ( যাকে সবার মধ্যে প্রজ্জ্বলিত নূর
হিসাবে দেখতে পাচ্ছি?) উত্তরে মহান
রববুল আলামীন ইরশাদ করলেন,‘‘ ইনি
হলেন তোমার পুত্র-সন্তান হযরত আহমদ
মুজ্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি
হবেন আমার দরবারে প্রথম
সুপারিশকারী (ক্বিয়ামতের দিনে)।
( আল-খাসাইসুল কুবরা ১ম খন্ড, পৃষ্ঠা ৩৯)

দলিল নং ১৪
ইমাম হাফেজ আবুল ফযল ক্বাযী আয়ায
(রা) বলেন-
ﻭ ﻗﺪ ﺳﻤﺎﻩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻰ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻓﻘﺎﻝ
ﺗﻌﺎﻟﻲ ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻭ
ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ ﺍﻧﺎ ﺍﺭﺳﻠﻨﺎﻙ ﺷﺎﻫﺪﺍ ﻭ ﻣﺒﺸﻴﺮﺍ ﻭ ﻧﺬﻳﺮﺍ ﻭ
ﺩﺍﻋﻴﺎ ﺍﻟﻰ ﺍﻟﻠﻪ ﺑﺎﺫﻧﻪ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻭ ﻗﺎﻝ ﻓﻰ
ﻏﻴﺮ ﻫﺬﺍ ﺍﻟﻤﻮﺿﻊ ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻻﻇﻞ ﻟﺸﺨﺼﻪ ﻓﻲ
ﺷﻤﺲ ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ ﺍﻟﺬﺑﺎﺏ ﻛﺎﻥ ﻻ ﻳﻘﻊ
ﻋﻠﻰ ﺟﺴﺪﻩ ﻭ ﻻ ﺛﻴﺎﺑﻪ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহ তায়া‘লা
কোরআন করীমে তাঁর নাম রেখেছেন নূর
ও সিরাজুম্ মুনীর। যেমন তিনি
ফরমায়েছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট
হতে তোমাদের কাছে নূর ও স্পষ্ট
কিতাব এসেছে। আরো ফরমায়াছেন,
আমি তো আপনাকে পাঠিয়েছি হাজের
ও নাজেররূপে, আল্লাহর অনুমক্রিমে
তাঁর দিকে আহবানকারীরূপে এবং
উজ্জ্বল প্রদীপ (সিরাজুম মুনীর ) রূপে।
নিশ্চয়ই তাঁর ছায়া ছিল না. না
সূর্য়ালোকে না চন্দ্রালোকে কারণ
তিনি ছিলেন নূর। তাঁর শরীল ও পোশাক
মোবারকে মাছি বসত না। (শিফা শরীফ
২য় খন্ড, পৃষ্ঠা ২৪২)।

দলিল নং ১৫
ﻭﻋﻦ ﺍﺑﻠﻰ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺳﺎﺋﻞ ﺟﺒﺮﻳﻞ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ
ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺟﺒﺮﻳﻞ ﻛﻢ ﻋﻤﺮﻙ ﻣﻦ ﺍﻟﺴﻨﻴﻦ ﻓﻘﺎﻝ ﻳﺎ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻣﺴﺖ ﺍﻋﻠﻢ ﻏﻴﺮ ﺍﻥ ﻓﻰ ﺍﻟﺤﺠﺎﺏ ﺍﻟﺮﺍﺑﻊ
ﻧﺠﻤﺎ ﻳﻄﻠﻊ ﻓﻲ ﺳﺒﻌﻴﻦ ﺍﻟﻒ ﺳﻨﺔ ﻣﺮﺓ ﺭﺍﻳﺘﻪ ﺍﺛﻨﻴﻦ
ﻭ ﺳﺒﻌﻴﻦ ﺍﻟﻒ ﻣﺮﺓ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺟﺒﺮﻳﻞ ﻭ ﻋﺰﺓ ﺭﺑﻰ
ﺟﻞ ﺟﻼ ﻟﻪ ﺍﻧﺎ ﺫﺍﻟﻚ ﺍﻟﻜﻮﺏ –
অর্থঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে
বর্ণিত তিনি বলেন , রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম একদা
জিবা্রঈল আলায়হিস সালামকে
জিজ্ঞেসা করলেন , ওহে জিব্রাঈল!
তোমার বয়স কত? উত্তরে জিব্রাঈল
বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তো
সঠিক জানি না। তবে এতটুকু বলতে
পারি ( সৃষ্টি জগত সৃষ্টির পূর্বে)
আল্লাহ তায়‘লা নূরানী আযমতের পর্দা
সমূহের চতুর্খ পর্দায় একটি নূরানী
তারকা সত্তর হাজার বছর পরপর উদিত
হত। আমি আমার জীবনে সেই নূরানী
তারকা বাহাত্তর হাজার বার উদিত
হতে দেখেছি। অতঃপর নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম
ইরশাদ করলেন মহান রাববুল
আলামীনের ইজ্জতের কসম করে বলছি,
সেই অত্যুজ্জ্বল নূরানী তারকা আমিই
ছিলাম। (সীরাতে হালাভীয়া পৃষ্ঠা ৪৯,
তাফসীরে রুহুল বয়ান পৃষ্ঠা ৫৪৩)।

দলিল নং ১৬
ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻇﻞ ﻓﻲ ﺷﻤﺲ
ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ –
অর্থঃ ‘‘সূর্য চন্দ্রের আলোতে নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর দেহ মোবারকের ছায়া
পড়তোনা। কেননা, তিনি ছিলেন
আপদমস্তক নূর’’।
(যুরকানী শরীফ ৪র্থ
খন্ড, পৃষ্ঠা ২২০)।

এ ছাড়া আরো অনেক হাদীস শরীফ
গ্রÖ্রন্থর মধ্যে আছে যে নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নূর তা নিম্নরূপঃ-
১। মিশকাত শরীফ পৃষ্ঠা ৫১৩, ২৪ এর
১০নং হাশিয়া, ৫১১ এর ৬নং হাশিয়া,
তিরমিজি শরীফ ২য় খন্ড, পৃষ্ঠা ৩৭,
মাওয়াহিবে লাদুনিয়া পৃষ্ঠা ৪৫,শরহে
সুন্নাহ ১০ম খন্ড, পৃষ্ঠা ২০৭, মিরকাত
১ম খন্ড, পৃষ্ঠা ১৪৬,১৬৬,১৯৪।
তিরমিজি শরীফ ২য় খন্ড, প- ৩৭,
মাজমুওয়ায়ে ফাতাওয়ার ২য় খন্ড

 

আরো পড়ুনঃ

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Discover more from Sufibad.Com - সূফীবাদ.কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

নবী করিম (সাঃ) কিসের তৈরি

আপডেট সময় : ০৪:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

নবী করিম (সাঃ) কিসের তৈরি

নবীজি সাঃ নুরের তৈরি তার দলিলঃ

আল্লাহ তায়া’লা ইরশাদ করেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ –
অর্থঃ নিশ্চয়ই তোমাদের নিকট
আল্লাহর পক্ষ থেকে একটা নূর এবং
স্পষ্ট কিতাব এসেছে।। (সূরা মায়িদা
আয়াত- ১৫)
আলোচ্য আয়াতে নূর দ্বারা নবী করীম
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
কে বুঝানো হয়েছে। নিম্নে আরো
কয়েকটি প্রসিন্ধ তাফসীরের আলোকে
দলিল উপস্থাপন করা হলঃ-
দলিল নং ১
বিশ্ব বিখ্যাত মুফাসসিরে কোরআন
হযরত ইবনে আববাস (রাঃ) এর বিশ্ব
বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে আববাস
এর মধ্যে আছে-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻲ
ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺅﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। (তাফসীরে ইবনে আববাস
পৃষ্ঠা ৭২)।

দলিল নং ২
ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারীর
আত্-তবারী (রা) তাঁর বিখ্যাত তাফসীর
গ্রন্থ ইবনে জারীর এর মধ্যে বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻲ
ﺑﺎﺍﻟﻨﺆﺭ ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺅﺳﻠﻢ ﺍﻟﺬﻱ ﺍﻧﺎﺭ
ﺍﻟﻠﻪ ﺑﻪ ﺍﻟﺤﻖ ﻭﺍﻇﻬﺮﺑﻪ ﺍﻻﺳﻼﻡ ﻭﻣﺤﻖ ﺑﻪ ﺍﻟﺸﺮﻙ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন, যে নূর দ্বারা আল্লাহ সত্যকে
উজ্জ্বল ও ইসলামকে প্রকাশ করেছেন
এবং শিরিককে নিশ্চিহ্ন করেছেন।
( তাফসীরে ইবনে জারীর ৬ষ্ঠ খন্ড,
পৃষ্ঠা ৮৬, সূরা মায়িদা আয়াত ১৫)।

দলিল নং ৩
মুহীউস্সুন্নাহ আল্লামা আলাউদ্দীন
আলী ইবনে মুহাম্মদ (রাঃ) (যিনি
‘খাজিন’ নামে পরিচিত) তাফসীরে
খাজেনের মধ্যে বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻳﻌﻨﻰ ﺑﺎﺍﻟﻨﺆﺭ
ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻧﻤﺎ ﺳﻤﺎﻩ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ
ﺍﻻﻧﻪ ﻳﻬﺪﺍﻯ ﺑﺎﻟﻨﻮﺭ ﻓﻲ ﺍﻟﻈﻼﻡ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। আল্লাহ তায়া’লা তাঁর
নামকরণ করেছেন নূর, কারণ তাঁর নূরেতে
হেদায়ত লাভ করা যায়। যেভাবে
অন্ধকারে নূর দ্বারা পথ পাওয়া যায়।
(তাফসীরে খাজিন ১ম খন্ড, পৃষ্ঠা ৪১৭)।

দলিল নং ৪
ইমাম হাফেজ উদ্দীন আবুল বারাকাত
আব্দুল্লাহ ইবনে আহমদ আন- নাসাফী
(রা) এই আয়াত শরীফ ( ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ
ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ) প্রসঙ্গে বলেন-
ﻭﺍﻟﻨﻮﺭ ﻣﺤﻤﺪ ﻋﻠﻴﻪ ﻭﺍﻟﺴﻼﻡ ﻻﻧﻪ ﻳﻬﺘﺪﺍﻱ ﺑﻪ ﻛﻤﺎ
ﺳﻤﻲ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ –
আর নূর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম। কেননা তাঁর
নূরেতে হেদায়ত লাভ করা যায়, যেমন
তাঁকে উজ্জ্বল প্রদীপ বলা হয়েছে।
(তাফসীরে মাদারিক ১ম খন্ড, পৃষ্ঠা
৪১৭)।

দলিল নং ৫
ইমামুল মুতাকাল্লেমীন আল্লামা
ফখরুদ্দীন রাযী (রা) এই আয়াত শরীফ
( ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ )
প্রসঙ্গে বলেন-
ﺍﻥ ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎﻟﻨﻮﺭ ﻣﺤﻤﺪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ
ﻭﺑﺎﻟﻜﺘﺎﺏ ﺍﻟﻘﺮﺍﻥ –
অর্থঃ নিশ্চয়ই নূর দ্বারা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এবং কিতাব দ্বারা আল কোরআন
মজীদকে বুঝানো হয়েছে। (তাফসীরে
কবীর ৩য় খন্ড, পৃষ্ঠা ৩৯৫, সূরা মায়িদা
আয়াত ১৫)।

আর যারা বলে যে ‘নূর ও কিতাবে মুবীন’
দ্বারা কুরআন মজীদকেই বুঝানো
হয়েছে, ইমাম রাযী (রা) সে সম্পর্কে
বলেন-
ﻫﺬﺍ ﺿﻌﻴﻒ ﻻﻥ ﺍﻟﻌﻄﻒ ﻳﻮﺟﺐ ﺍﻟﻤﻐﺎﻳﺮﺓ ﺑﻴﻦ
ﺍﻟﻤﻌﻄﻮﻑ ﻭﺍﻟﻤﻌﻄﻮﻑ ﻋﻠﻴﻪ –
এই অভিমত দুর্বল, কারণ আতফ
(ব্যাকরণগত সংযোজিত) মা‘তুফ
(সংযোজিত) ও মা‘তুফ আলাইহি (যা
তার সাথে সংযোজন কারা হয়েছে ) এর
মধ্যে ভিন্নতা প্রমাণ করে। (তাফসীরে
কবীর ৩য় খন্ড, পৃষ্ঠা ৩৯৫)।

দলিল নং ৬
ইমাম জালালুদ্দীন সুয়ূতী (রা) বলেনঃ
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻫﻮ ﻧﻮﺭ ﺍﻟﻨﺒﻰ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ
ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর এসেছে, তা হল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এর নূর মোবারক।
‏( তাফসীরে জালালাইন শরীফ পৃষ্ঠা
৯৭ ‏)

দলিল নং ৭
আল্লামা মাহমূদ আলূসী বাগদাদী (রা)
বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻫﻮ ﻧﻮﺭﻋﻈﻴﻢ ﻫﻮ ﻧﻮﺭ
ﺍﻻﻧﻮﺍﺭﺍﻟﻨﺒﻰ ﺍﻟﻤﺨﺘﺎﺭ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻰ
ﺫﻫﺐ ﻗﺘﺎﺩﺓ ﻭﺍﻟﺰﺟﺎﺝ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে মহান নূর এসেছে । আর
তিনি হলেন নূরুল আনোয়ার নবী
মোখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। এটাই হযরত কাতাদাহ ও
যুজাজের অভিমত। (তাফসীরে রুহুল
মাআনী ৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ৯৭)।

দলিল নং ৮
আল্লামা ইসমাঈল হক্কী (রা) বলেন-
ﻗﻴﻞ ﺍﻟﻤﺮﺍﺩ ﺑﺎﺍﻻﻭﻝ ﻫﻮ ﺍﻟﺮﺳﻮﻝ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻭﺳﻠﻢ ﻭﺑﺎﻟﺜﺎﻧﻰ ﺍﻟﻘﺮﺍﻥ –
অর্থঃ বলা হয়েছে যে, প্রথমটা অর্থাৎ
নূর দ্বারা রাসূলে করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম কে বুঝানো
হয়েছে এবং দ্বিতীয়টা অর্থাৎ
কিতাবে মুবীন দ্বারা কুরআন কে
বুঝানো হয়েছে। (তাফসীরে রুহুল বয়ান
২খন্ড, পৃষ্ঠা ২৬৯)
আর অগ্রসর হয়ে বলেন-
ﺳﻤﻰ ﺍﻟﺮﺳﻮﻝ ﻧﻮﺭﺍ ﻻﻥ ﺍﻭﻝ ﺷﻴﺊ ﺍﻇﻬﺮﻩ ﺍﻟﺤﻖ
ﺑﻨﻮﺭ ﻗﺪﺭﺗﻪ ﻣﻦ ﻇﻠﻤﺔ ﺍﻟﻌﺪﻡ ﻛﺎﻥ ﻧﻮﺭ ﻣﺤﻤﺪ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻛﻤﺎ ﻗﺎﻝ ﺍﻭﻝ ﻣﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭﻯ –
অর্থ: আল্লাহ তায়া‘লা রসূল আকরাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এর নাম রেখেছেন নূর। কেননা আল্লাহ
তায়া‘লা তাঁর কুদরতের নূর থেকে
সর্বপ্রথম যা প্রকাশ করেছেন তা তো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম এর নূর মোবারক। যেমন তিনি
ফরমায়েছেন- আল্লাহ তায়া‘লা
সর্বপ্রথম আমার নূর মোবারক কে সৃষ্টি
করেছেন। (তাফসীরে রুহুল বয়ান ২য় খন্ড,
পৃষ্ঠা ৩৬৯)।

দলিল নং ৯
ইমাম মুহীউস সুন্নাহ আবু মুহাম্মদ আল-
হোসাইন আল-ফাররা আল-বাগাভী (রা)
বলেন-
ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻳﻌﻨﻰ ﺑﺎﺍﻟﻨﺆﺭ ﻣﺤﻤﺪﺍ ﺻﻠﻲ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহর নিকট হতে
তোমাদের কাছে নূর অর্থাৎ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এসেছেন। (তাফসীরে মাআলিমুত
তান্যীল, ২য় খন্ড, পৃষ্ঠা ২৩, তাফসীরে
খাযিনের পাদ টীকা)
এ ছাড়া আরো অনেক তাফসীর গ্রন্থর
মধ্যে আছে যে নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নূরঃ-
সুরা মায়েদা পারা ৬, ১৫ নং আয়াতে
নূরের ব্যাখ্যাঃ-
১। তাফসীরে মারেফুল কোরআন পৃষ্ঠা
৫৪। ২। তাফসীরে আবি সউদ ২য় খন্ড,
পৃ- ২৫১, ৩। তাফসীরে রুহুল বয়ান ২য়
খন্ড, পৃ- ৩৬৯, ৪। তাফসীরে রুহুল
মায়ানী ১ম খন্ড, পৃ- ৩৬০, ৬ষ্ঠ খন্ড,
পৃষ্ঠা ৯৭, ৫। তাফসীরে ইবনে জারীর
৬ষ্ঠ খন্ড, পৃ- ৮৬, ৬। তাফসীরে কবীর
১১তম খন্ড, পৃ- ১৬৩, ৭। তাফসীরে
কুরতুবী ৬ষ্ঠ খন্ড পৃ- ১১৮, ৯। তাফসীরে
বায়জাভী ১ম খন্ড, পৃ- ৬৪, ১০।
তাফসীরে মাজহারী ৩য় খন্ড, পৃ- ৬৮,
১১। তাফসীরে কবীর ৬ষ্ঠ খন্ড, পৃ- ৪৬২,
১২। ছফওয়াতুত তাফাসীর ২য় খন্ড, পৃ-
১৪০, ১৩। তাফসীরে দুররে মানসুর ২য়
খন্ড, পৃ- ১৮৭, তাফসীরে নূরুল কোরআন
৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ১৬১, তাফসীরে নঈমী
৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা ২৯৫।

সূরা তাওবা পারা ১০, ৩২ নং আয়াতে
নূরের ব্যাখ্যাঃ-
১। তাফসীরে দুররে মানসুর ৩ খন্ড, পৃ-
২০১, ২। তাফসীরে কবীর ১৬ম খন্ড, পৃ-
৩৪, ৩। তাফসীরে রুহুল মায়ানী ১৪ম
খন্ড, পৃ- ৪৮।
v সুরা নূর পারা ১৮, আয়াত নং
৩৫ঃ-
১। তাফসীরে ইবনে আববাস ৪র্থ খন্ড,
পৃ- ২৪, ২। তাফসীরে রুহুল মায়ানী ১০ম
খন্ড, পৃ- ১৬৬।
v সুরা আহযাব আয়াত নং ৪৬ঃ-
১। তাফসীরে আহকামুল কোরআন লিল
ইবনুল আরাবী ৩য় খন্ড, পৃ- ১৫৪৬, ২।
তাফসীরে মাওয়ারদী ৪র্থ খন্ড, পৃ-
৪১১।

দলিল নং ১০
ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﻠﺖ
ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺑﺎﺑﻰ ﺍﻧﺖ ﻭﺍﻣﻰ ﺍﺧﺒﺮﻧﻰ ﻋﻦ ﺍﻭﻝ
ﺷﺊ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ؟ ﻗﺎﻝ ﻳﺎ ﺟﺎﺑﺮ
ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻗﺪ ﺧﻠﻖ ﻗﺒﻞ ﺍﻻﺷﻴﺎﺀ ﻧﻮﺭﻧﺒﻴﻚ ﻣﻦ
ﻧﻮﺭﻩ ﻓﺠﻌﻞ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻳﺪﻭﺭ ﺑﺎﻟﻘﺪﺭﺓ ﺣﻴﺚ ﺷﺎﺀ
ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻓﻲ ﺫﺍﻟﻚ ﺍﻟﻮﻗﺖ ﻟﻮﺡ ﻭﻻ ﻗﻠﻢ
ﻭﻻ ﺟﻨﺔ ﻭﻻ ﻣﻠﻚ ﻭﻻ ﺳﻤﺎﺀ ﻭﻻ ﺍﺭﺽ ﻭﻻ ﺷﻤﺲ
ﻭﻻ ﻗﻤﺮ ﻭﻻ ﺟﻦ ﻭﻻ ﺍﻧﺲ – ﻓﻠﻤﺎ ﺍﺭﺍﺩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ
ﺍﻥ ﻳﺨﻠﻖ ﺍﻟﺨﻠﻖ ﻗﺴﻢ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﺍﺭﺑﻌﺔ ﺍﺟﺰﺍﺀ
ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻟﺠﺰﺀ ﺍﻻﻭﻝ ﺍﻟﻘﻠﻢ ﻭ ﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻲ ﺍﻟﻠﻮﺡ
ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﻌﺮﺵ ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺠﺰﺀ ﺍﻟﺮﺑﻊ ﺍﺭﺑﻌﺔ
ﺍﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻻﻭﻝ ﺣﻤﻠﺔ ﺍﻟﻌﺮﺵ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻰ
ﺍﻟﻜﺮﺳﻰ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺑﺎﻗﻰ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺛﻢ ﻗﺴﻢ ﺍﻟﺮﺑﻊ
ﺍﺭﺑﻊ ﺍﺟﺰﺍﺀ ﻓﺨﻠﻖ ﻣﻦ ﺍﻻﻭﻝ ﺍﻟﺴﻤﺎﻭﺍﺕ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻧﻰ
ﺍﻻﺭﺿﻴﻦ ﻭﻣﻦ ﺍﻟﺜﺎﻟﺚ ﺍﻟﺠﻨﺔ ﻭﺍﻟﻨﺎﺭ
— ﺍﻟﺦ –
অর্থঃ হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত,
তিনি বলেন, আমি আবেদন করলাম, ইয়া
রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম আমার মা-বাবা আপনার
কদম মোবারকে উৎসর্গিত, আপনি দয়া
করে বলুন, সকল বস্ত্তর পূর্বে সর্বপ্রথম
আল্লাহ তায়া’লা কোন বস্ত্তটি সৃষ্টি
করেছিলেন? নবীজী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
নিশ্চয়ই আল্লাহ তায়’লা সমস্ত কিছুর
পূর্বে তোমার নবীর (তোমার) নূর
মোবারক তাঁরই নূর মোবারক হতে সৃষ্টি
করেছেন অতঃপর ওই নূর আল্লাহ
তায়’লারই মর্জি মুতাবেক তাঁরই কুদরতি
শক্তিতে পরিভ্রমণ করতে লাগল। ওই সময়
না ছিল বেহেশ্ত-দোযখ, আর ছিলনা
আসমান-যমীন, চন্দ্র-সূর্য, মানব ও দানব।
এক পর্যায়ে মহান আল্লাহ যখন
সৃষ্টিজগত পয়দা করার মনস্থ
করেছিলেন, প্রথমেই ওই নূর মোবারককে
চারভাগে বিভক্ত করে প্রথম অংশ
দিয়ে কলম, দ্বিতীয় অংশ দিয়ে লওহ,
তৃতীয় অংশ দিয়ে আরশ, সৃষ্টি করে
চুতুর্থাংশকে পুণরায় চারভাগে বিভক্ত
করে প্রথমাংশ দিয়ে আরশবহনকারী
ফেরেশতাদের দ্বিতীয় অংশ দ্বারা
কুরসী, তৃতীয় অংশ দ্বারা অন্যান্য
ফেরেশতাদের সৃষ্টি করে চুতুর্থাংশকে
আবারও চারভাগে বিভক্ত করে প্রথম
ভাগ দিয়ে সপ্ত আসমান, দ্বিতীয় ভাগ
দিয়ে সপ্ত যমীন, তৃতীয় ভাগ দিয়ে
বেহেশত-দোযখ এবং পরবর্তী ভাগ দিয়ে
পর্যায়ক্রমে অন্যান্য সকল বস্ত্ত সৃষ্টি
করে। (আল মাওয়াহিবুল লাদুনিয়া ১ম
খন্ড, পৃষ্ঠা ৭১)।

দলিল নং ১১
ﻋﻦ ﻛﻌﺐ ﺍﻟﺨﺒﺎﺭ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻟﻤﺎ ﺍﻟﻠﻪ ﺍﻥ
ﻳﺨﻠﻖ ﺍﻟﻤﺨﻠﻮﻗﺎﺕ ﺑﺴﻂ ﺍﻻﺭﺽ ﻭﻗﻊ ﺍﻟﺴﻤﺎﺀ
ﻭﻗﺒﺾ ﻗﺒﺼﺔ ﻣﻦ ﻧﻮﺭﻩ ﻭ ﻗﺎﻝ ﻟﻬﺎ ﻛﻮﻧﻰ ﻣﺤﻤﺪﺍ
ﻓﺼﺎﺭﺕ ﻋﻤﻮﺩﺍ ﻣﻦ ﻧﻮﺭﻩ ﻓﻌﻼ ﺣﺘﻰ ﺍﻧﺘﻬﻰ ﺍﻟﻰ
ﺣﺠﺐ ﺍﻟﻌﻈﻤﺔ ﻓﺴﺠﺪ ﻭ ﻗﺎﻝ ﻓﻰ ﺳﺠﻮﺩﻩ ﺍﻟﺤﻤﺪ
ﻟﻠﻪ ﻓﻘﺎﻝ ﺍﻟﻠﻪ ﺳﺒﺤﺎﻧﻪ ﻭ ﺗﻌﺎﻟﻰ ﻟﻬﺬﺍ ﺧﻠﻘﺘﻚ ﻭ
ﺳﻤﻴﺘﻚ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻣﻨﻚ ﺍﺑﺪﺍ
ﺍﻟﺨﻠﻖ ﻭ ﺑﻚ ﺍﺧﺘﻢ ﺍﻟﺮﺳﻞ –
অর্থঃ হযরত কাব আহবার (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক
রাববুল আলামিন যখন সৃষ্টি জগত সৃজন
করার ইচ্ছা করলেন তখন মাটিকে
সস্প্রসারিত করলেন, আকাশকে উঁচু
করলেন এবং আপন নূও হতে এক মুষ্ঠি নূর
গ্রহন করলেন। তারপর উক্ত নূরকে
নির্দেশ দিলেন‘ তুমি মুহাম্ম্দ হয়ে
যাও।’ অতএব সে নূও স্তম্ভের ন্যায়
উপরের দিকে উঠতে থাকল এবং মহত্বের
পর্দা পর্যন্ত পৈাছে সিজদায় পরে
বলল,‘আলহামদুলিল্লাহ্’ তখন আল্লাহ্
পাকের পক্ষ থেকে ইরশাদ হল,এজন্যই
তোমাকে সৃষ্টি করেছি আর তোমার
নাম মুহাম্ম্দ রেখেছি। তোমার হতেই
সৃষ্টি কাজ শুরু করব এবং তোমাতেই
রিসালাতের ধারা সমাপ্ত করব ।
(সিরাতুল হালাভিয়া ১ম খন্ড, পৃষ্ঠা
৫০)।

দলিল নং ১২
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺔ : ﻛﻨﺔ ﻓﻲ ﺍﻟﺸﺠﺮ
ﺛﻮﺑﺎ ﻟﺮﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﻧﻄﻔﺎ
ﺍﻟﻤﺼﺒﺎﺡ ﻭ ﺳﻘﻄﺔ ﺍﻻﺑﺮﺓ ﻣﻦ ﻳﺪﻱ ﻓﺪﺧﻞ ﻋﻠﻲ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﺿﺎﺀ ﻣﻦ ﻧﻮﺭ
ﻭ ﺟﻬﻪ ﻓﺠﺪﺓ ﺍﻻﺑﺮﺓ –
অর্থঃ ‘‘হযরত আয়েশা (রা) হতে বর্ণিত-
তিনি বলেন, আমি রাত্রে বাতির
আলোতে বসে নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম এর কাপড়
মোবারক সেলাই করেছিলাম। এমন সময়
প্রদীপটি (কোন কারণে) নিভে গেল
এবং আমি সুচটি হারিয়ে ফেললাম।
এরপরই নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম অন্ধকার ঘরে
প্রবেশ করলেন। তাঁর চেহারা
মোবারকের নূরের জ্যোতিতে আমার
অন্ধকার ঘর আলোময় হয়ে গেল এবং
আমি (ঐ আলোতেই) আমার হারানো
সুচটি খুজে পেলাম’’। (ইমাম ইবনে
হায়তামী (রাঃ) এর আন-নে’মাতুল
কোবরা আলার আলম গ্রন্থে ৪১ পৃষ্ঠা)।

দলিল নং ১৩
ﺍﺧﺮﺝ ﺍﺑﻦ ﺍﺑﻲ ﻋﻤﺮ ﺍﻟﻌﺪﻧﻲ ﻓﻰ ﻣﺴﻨﺪﻩ ﻋﻦ ﺍﺑﻦ
ﻋﺒﺎﺱ ﺍﻥ ﻗﺮﻳﺸﺎ ﻛﺎﻧﺖ ﻧﻮﺭﺍ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ
ﻗﺒﻞ ﺍﻥ ﻳﺨﻠﻖ ﺍﺩﻡ ﺑﺎﻟﻔﻰ ﻋﺎﻡ ﻳﺴﺒﺢ ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻭ
ﺗﺴﺒﺢ ﺍﻟﻤﻼﺋﻜﺔ ﺑﺘﺴﻴﺤﻪ ﻓﻠﻤﺎ ﺧﻠﻖ ﺍﻟﻠﻪ ﺍﺩﻡ ﺍﻟﻘﻲ
ﺫﺍﻟﻚ ﺍﻟﻨﻮﺭ ﻓﻰ ﺻﻠﺐ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻞ ﺍﻟﻪ
ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻓﺎﻫﺒﻄﻨﻰ ﺍﻟﻠﻪ ﺍﻟﻰ ﺍﻻﺭﺽ ﻓﻰ ﺻﻠﺐ
ﺍﺩﻡ ‏( ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ‏) ﻭ ﺟﻌﻠﻨﻰ ﻓﻰ ﺻﻠﺐ ﻧﻮﺡ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺴﻼﻡ ﻭ ﻕ ﻑ ﺑﻰ ﻓﻰ ﺻﻠﺐ ﺍﺑﺮﻫﻴﻢ ﻋﻠﻴﻪ
ﺍﻟﺴﻼﻡ ﺛﻢ ﻟﻢ ﻳﺰﻝ ﺍﻟﻠﻪ ﻳﻨﻘﻠﺒﻰ ﻣﻦ ﺍﻟﺼﻼﺏ ﺍﻟﻜﺮﻳﻤﺔ
ﻭ ﺍﻻﺭﺣﺎﻡ ﺍﻟﻄﺎﻫﺆﺓ ﺣﺘﻰ ﺍﺧﺮﺟﻨﻰ ﻣﻦ ﺑﻴﻦ ﺍﺑﻮﻯ ﻟﻢ
ﻳﻠﺘﻘﻴﺎ ﻋﻠﻰ ﺳﻔﺎﺡ ﻗﻂ –
অর্থঃ হযরত ইবনে আলী ওমর আল-
আদানী স্বীয় মুসনাদে হযরত ইবনে
আববাস (রাঃ) থেকে বর্ণনা করেন,
হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি
করলেন, তখন তাঁকে তাঁর সন্তানদের
পরস্পরের মধ্যে মর্যাদার তারতম্যটুকুও
দেখাতে লাগলেন। তিনি ( আদম
আলাইহিস সালাম ) তাদের মধ্যে
শেষপ্রান্তে একটা উজ্জ্বল নূর দেখাতে
পেলেন। তখন তিনি বললেন,‘‘ হে রব! ইনি
কে? ( যাকে সবার মধ্যে প্রজ্জ্বলিত নূর
হিসাবে দেখতে পাচ্ছি?) উত্তরে মহান
রববুল আলামীন ইরশাদ করলেন,‘‘ ইনি
হলেন তোমার পুত্র-সন্তান হযরত আহমদ
মুজ্তবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি
হবেন আমার দরবারে প্রথম
সুপারিশকারী (ক্বিয়ামতের দিনে)।
( আল-খাসাইসুল কুবরা ১ম খন্ড, পৃষ্ঠা ৩৯)

দলিল নং ১৪
ইমাম হাফেজ আবুল ফযল ক্বাযী আয়ায
(রা) বলেন-
ﻭ ﻗﺪ ﺳﻤﺎﻩ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻓﻰ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻓﻘﺎﻝ
ﺗﻌﺎﻟﻲ ﻗﺪ ﺟﺎﺀﻛﻢ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻧﻮﺭ ﻭ ﻛﺘﺎﺏ ﻣﺒﻴﻦ ﻭ
ﻗﺎﻝ ﺗﻌﺎﻟﻰ ﺍﻧﺎ ﺍﺭﺳﻠﻨﺎﻙ ﺷﺎﻫﺪﺍ ﻭ ﻣﺒﺸﻴﺮﺍ ﻭ ﻧﺬﻳﺮﺍ ﻭ
ﺩﺍﻋﻴﺎ ﺍﻟﻰ ﺍﻟﻠﻪ ﺑﺎﺫﻧﻪ ﻭ ﺳﺮﺍﺟﺎ ﻣﻨﻴﺮﺍ ﻭ ﻗﺎﻝ ﻓﻰ
ﻏﻴﺮ ﻫﺬﺍ ﺍﻟﻤﻮﺿﻊ ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻻﻇﻞ ﻟﺸﺨﺼﻪ ﻓﻲ
ﺷﻤﺲ ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ ﺍﻟﺬﺑﺎﺏ ﻛﺎﻥ ﻻ ﻳﻘﻊ
ﻋﻠﻰ ﺟﺴﺪﻩ ﻭ ﻻ ﺛﻴﺎﺑﻪ –
অর্থঃ নিশ্চয়ই আল্লাহ তায়া‘লা
কোরআন করীমে তাঁর নাম রেখেছেন নূর
ও সিরাজুম্ মুনীর। যেমন তিনি
ফরমায়েছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট
হতে তোমাদের কাছে নূর ও স্পষ্ট
কিতাব এসেছে। আরো ফরমায়াছেন,
আমি তো আপনাকে পাঠিয়েছি হাজের
ও নাজেররূপে, আল্লাহর অনুমক্রিমে
তাঁর দিকে আহবানকারীরূপে এবং
উজ্জ্বল প্রদীপ (সিরাজুম মুনীর ) রূপে।
নিশ্চয়ই তাঁর ছায়া ছিল না. না
সূর্য়ালোকে না চন্দ্রালোকে কারণ
তিনি ছিলেন নূর। তাঁর শরীল ও পোশাক
মোবারকে মাছি বসত না। (শিফা শরীফ
২য় খন্ড, পৃষ্ঠা ২৪২)।

দলিল নং ১৫
ﻭﻋﻦ ﺍﺑﻠﻰ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺳﺎﺋﻞ ﺟﺒﺮﻳﻞ ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ
ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺟﺒﺮﻳﻞ ﻛﻢ ﻋﻤﺮﻙ ﻣﻦ ﺍﻟﺴﻨﻴﻦ ﻓﻘﺎﻝ ﻳﺎ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻣﺴﺖ ﺍﻋﻠﻢ ﻏﻴﺮ ﺍﻥ ﻓﻰ ﺍﻟﺤﺠﺎﺏ ﺍﻟﺮﺍﺑﻊ
ﻧﺠﻤﺎ ﻳﻄﻠﻊ ﻓﻲ ﺳﺒﻌﻴﻦ ﺍﻟﻒ ﺳﻨﺔ ﻣﺮﺓ ﺭﺍﻳﺘﻪ ﺍﺛﻨﻴﻦ
ﻭ ﺳﺒﻌﻴﻦ ﺍﻟﻒ ﻣﺮﺓ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﺟﺒﺮﻳﻞ ﻭ ﻋﺰﺓ ﺭﺑﻰ
ﺟﻞ ﺟﻼ ﻟﻪ ﺍﻧﺎ ﺫﺍﻟﻚ ﺍﻟﻜﻮﺏ –
অর্থঃ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে
বর্ণিত তিনি বলেন , রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম একদা
জিবা্রঈল আলায়হিস সালামকে
জিজ্ঞেসা করলেন , ওহে জিব্রাঈল!
তোমার বয়স কত? উত্তরে জিব্রাঈল
বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তো
সঠিক জানি না। তবে এতটুকু বলতে
পারি ( সৃষ্টি জগত সৃষ্টির পূর্বে)
আল্লাহ তায়‘লা নূরানী আযমতের পর্দা
সমূহের চতুর্খ পর্দায় একটি নূরানী
তারকা সত্তর হাজার বছর পরপর উদিত
হত। আমি আমার জীবনে সেই নূরানী
তারকা বাহাত্তর হাজার বার উদিত
হতে দেখেছি। অতঃপর নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম
ইরশাদ করলেন মহান রাববুল
আলামীনের ইজ্জতের কসম করে বলছি,
সেই অত্যুজ্জ্বল নূরানী তারকা আমিই
ছিলাম। (সীরাতে হালাভীয়া পৃষ্ঠা ৪৯,
তাফসীরে রুহুল বয়ান পৃষ্ঠা ৫৪৩)।

দলিল নং ১৬
ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﻇﻞ ﻓﻲ ﺷﻤﺲ
ﻭ ﻻ ﻗﻤﺮ ﻻﻧﻪ ﻛﺎﻥ ﻧﻮﺭﺍ –
অর্থঃ ‘‘সূর্য চন্দ্রের আলোতে নবী
করীম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর দেহ মোবারকের ছায়া
পড়তোনা। কেননা, তিনি ছিলেন
আপদমস্তক নূর’’।
(যুরকানী শরীফ ৪র্থ
খন্ড, পৃষ্ঠা ২২০)।

এ ছাড়া আরো অনেক হাদীস শরীফ
গ্রÖ্রন্থর মধ্যে আছে যে নবী করীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নূর তা নিম্নরূপঃ-
১। মিশকাত শরীফ পৃষ্ঠা ৫১৩, ২৪ এর
১০নং হাশিয়া, ৫১১ এর ৬নং হাশিয়া,
তিরমিজি শরীফ ২য় খন্ড, পৃষ্ঠা ৩৭,
মাওয়াহিবে লাদুনিয়া পৃষ্ঠা ৪৫,শরহে
সুন্নাহ ১০ম খন্ড, পৃষ্ঠা ২০৭, মিরকাত
১ম খন্ড, পৃষ্ঠা ১৪৬,১৬৬,১৯৪।
তিরমিজি শরীফ ২য় খন্ড, প- ৩৭,
মাজমুওয়ায়ে ফাতাওয়ার ২য় খন্ড

 

আরো পড়ুনঃ