ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রমজান বিজয়ের মাস

  • আপডেট সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ২৫০৩ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান বিজয়ের মাস। মুসলিম জাতির প্রধানতম দুইটি বিজয় এই রমজান মাসেই সংঘটিত হইয়াছে। একটি বদর ‍যুদ্ধ; অপরটি মক্কা বিজয়।

বদর যুদ্ধই হইল ইসলাম ও কুফরের মধ্যেকার প্রথম সম্মুখ সমর। সেই যুদ্ধে রাসূলে পাক (সাঃ) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন বীর মোজাহীদ শাহাদাতের অমৃত শরাব পানের নেশায়, শিশু ইসলামকে রক্ষায় জীবনপণ যুদ্ধ করিয়াছিলেন। তাহাদের নিকট না ছিল খাদ্য, না ছিল অস্ত্র; কেবলমাত্র ঈমানী বলে বলীয়ান ইসলামী সৈনিকেরা জীবনকে বাজী রাখিয়া বহুগুণ শক্তির অধিকারী কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ করিয়াছিলেন। সেদিন ছিল দ্বিতীয় হিজরী সনের ১৭ই রমজান।

আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে সেজদায় পড়িয়া দু‘আ করিয়াছিলেন, “হে পাক পরওয়ারদিগার! অহংকারী কুরাইশকুল তাহাদের সর্বশক্তিসহ আজ তোমার দীনের নাম নিশানা এই দুনিয়া হইতে মিটাইয়া দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে হাজির হইয়াছে। সত্যের কয়েকজন অসহায় সৈনিক আজ তোমার সত্যের পতাকাটি তুলিয়া ধরার জন্য সর্বশক্তি নিয়োগ করিবার মানসে ময়দানে হাজির। তুমিই ইহাদের নেগাহ্‌বান। ইহাদিগকে তুমিই একমাত্র সাহায্য করিতে পার। আমাকে তুমি যে প্রতিশ্রুতি দান করিয়াছ, তাহার উপর ভরসা করিয়াই আমার মুষ্টিমেয় কয়েকজন অনুসারী ময়দানে যুদ্ধ করিতেছে। তুমি ইহাদের রক্ষা করিও।”

আল্লাহপাক বলিলেন, “হে হাবীব! আপনি চিন্তা করিবেন না। কাফেরদের দিকে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করুন। আপনার বিজয় সুনিশ্চিত।” রাসূলে পাক (সাঃ) সেজদা হইতে মাথা তুলিয়া কাফেরদের দিকে একমুষ্টি ধুলি নিক্ষেপ করিলেন। তৎক্ষণাৎ কাফের সৈন্যরা দিক বিদিক ছুটাছুটি শুরু করিল। নিজেরাই নিজেদের তলোয়ারের আঘাতে কাতেল হইতে থাকিল। রমজানের বরকতে আল্লাহপাকের দয়ায় অল্পক্ষণেই যুদ্ধে মুসলমানদের বিজয় সূচিত হইল।

পবিত্র রমজান মাসে মুসলিম জাতির দ্বিতীয় বিজয় ছিল ঐতিহাসিক মক্কা বিজয়। হিজরী অষ্টম সনের রমজান মাসে রাসূলে পাক (সাঃ) এর নেতৃত্বে মক্কা অভিযান সফল হয়।

গ্রন্থসূত্রঃ খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসূফী হযরত ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ, ২০তম খন্ড রমজান ও ঈদ, পৃষ্টা-২১।

 

আরো পড়ুনঃ 

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

রমজান বিজয়ের মাস

আপডেট সময় : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

রমজান বিজয়ের মাস। মুসলিম জাতির প্রধানতম দুইটি বিজয় এই রমজান মাসেই সংঘটিত হইয়াছে। একটি বদর ‍যুদ্ধ; অপরটি মক্কা বিজয়।

বদর যুদ্ধই হইল ইসলাম ও কুফরের মধ্যেকার প্রথম সম্মুখ সমর। সেই যুদ্ধে রাসূলে পাক (সাঃ) এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন বীর মোজাহীদ শাহাদাতের অমৃত শরাব পানের নেশায়, শিশু ইসলামকে রক্ষায় জীবনপণ যুদ্ধ করিয়াছিলেন। তাহাদের নিকট না ছিল খাদ্য, না ছিল অস্ত্র; কেবলমাত্র ঈমানী বলে বলীয়ান ইসলামী সৈনিকেরা জীবনকে বাজী রাখিয়া বহুগুণ শক্তির অধিকারী কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধ করিয়াছিলেন। সেদিন ছিল দ্বিতীয় হিজরী সনের ১৭ই রমজান।

আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে সেজদায় পড়িয়া দু‘আ করিয়াছিলেন, “হে পাক পরওয়ারদিগার! অহংকারী কুরাইশকুল তাহাদের সর্বশক্তিসহ আজ তোমার দীনের নাম নিশানা এই দুনিয়া হইতে মিটাইয়া দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে হাজির হইয়াছে। সত্যের কয়েকজন অসহায় সৈনিক আজ তোমার সত্যের পতাকাটি তুলিয়া ধরার জন্য সর্বশক্তি নিয়োগ করিবার মানসে ময়দানে হাজির। তুমিই ইহাদের নেগাহ্‌বান। ইহাদিগকে তুমিই একমাত্র সাহায্য করিতে পার। আমাকে তুমি যে প্রতিশ্রুতি দান করিয়াছ, তাহার উপর ভরসা করিয়াই আমার মুষ্টিমেয় কয়েকজন অনুসারী ময়দানে যুদ্ধ করিতেছে। তুমি ইহাদের রক্ষা করিও।”

আল্লাহপাক বলিলেন, “হে হাবীব! আপনি চিন্তা করিবেন না। কাফেরদের দিকে এক মুষ্টি ধুলি নিক্ষেপ করুন। আপনার বিজয় সুনিশ্চিত।” রাসূলে পাক (সাঃ) সেজদা হইতে মাথা তুলিয়া কাফেরদের দিকে একমুষ্টি ধুলি নিক্ষেপ করিলেন। তৎক্ষণাৎ কাফের সৈন্যরা দিক বিদিক ছুটাছুটি শুরু করিল। নিজেরাই নিজেদের তলোয়ারের আঘাতে কাতেল হইতে থাকিল। রমজানের বরকতে আল্লাহপাকের দয়ায় অল্পক্ষণেই যুদ্ধে মুসলমানদের বিজয় সূচিত হইল।

পবিত্র রমজান মাসে মুসলিম জাতির দ্বিতীয় বিজয় ছিল ঐতিহাসিক মক্কা বিজয়। হিজরী অষ্টম সনের রমজান মাসে রাসূলে পাক (সাঃ) এর নেতৃত্বে মক্কা অভিযান সফল হয়।

গ্রন্থসূত্রঃ খোদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহসূফী হযরত ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ, ২০তম খন্ড রমজান ও ঈদ, পৃষ্টা-২১।

 

আরো পড়ুনঃ