ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রজব মাসের আমল

  • আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৫০৮ বার পড়া হয়েছে

রজব মাসের আমল

Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান আল্লাহতায়ালা বারো মাসের মধ্যে চারটি মাসকে “আশহুরে হুরুম” তথা সম্মানিত ঘোষনা করেছেন। পবিত্র কোরআন মাজিদে মহান খোদাতায়ালা ফরমান, ” নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে। সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের প্রতি অত্যাচার করো না।”

এই চারটি সম্মানিত মাসের একটি হলো “রজব”।

মহিমান্বিত রজব মাসে আপনাকে স্বাগতম-

রজব মাসের আগমন হলে নবীজি  এই দোয়া বেশি পাঠ করতেন “আল্লাহুম্মা বারিক লানা ফি-রাজাবি ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রমাদ্বান”। এবং এই মাস থেকেই নবীজি  মাহে রমাদ্বানের প্রস্তুতি নিতে শুরু করতেন।

এই মাসে নিম্নোক্ত দশটি তাসবিহ পাঠ করে খুব সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন।
আল্লাহ বলেন- সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।(২ঃ১৫২)

১০টি তাসবিহগুলো নিম্নে পেশ করছিঃ
১/ সুবহানাল্লাহ
২/ আলহামদুলিল্লাহ
৩/ আল্লাহু আকবার
৪/ লাইলাহা ইল্লাল্লাহ
৫/ লা হাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ
এই তাসবিহগুলো আপনার কবরকে আলোকিত করতে,আপনার মিজানের পাল্লাকে ভারি করতে এবং কিয়ামতের দিবসকে উজ্জল করতে আপনার সঙ্গী হয়ে থাকবে।

আরও পাঠ করুনঃ
৬/ আস্তাগফিরুল্লাহ
৭/ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন
৮/ তাওয়াক্কালতু আ’লাল্লাহ
৯/ হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াক্বিল
১০/ আল্লাহুম্মা সল্লি আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদ

এই দশটি তাসবিহ পাঠের পাশাপাশি দূয়া মুনাজাত করে আল্লাহকে সব সময় স্মরন করুন। মনে রাখবেন, দোয়াও একটি এবাদাত। কোরআন তিলাওয়াত করুন, যদি নিতান্তই তিলাওয়াত করতে না পারেন তবে তিলাওয়াত শ্রবন করুন। কোরআনের সাথে ভালোবাসা তৈরি করুন।

যখন এই কাজগুলো নিজের অভ্যাসে পরিনত করতে পারবেন তখন বুঝবেন মহান আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়ে উঠছে এবং আপনি সুপথেই আছেন।

মহান আল্লাহপাক আমাদের তৌফিক দান করুন!

লেখকঃ সুজন শাহজী 

আরো পড়ুনঃ

 

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

রজব মাসের আমল

আপডেট সময় : ১২:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

মহান আল্লাহতায়ালা বারো মাসের মধ্যে চারটি মাসকে “আশহুরে হুরুম” তথা সম্মানিত ঘোষনা করেছেন। পবিত্র কোরআন মাজিদে মহান খোদাতায়ালা ফরমান, ” নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে। সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের প্রতি অত্যাচার করো না।”

এই চারটি সম্মানিত মাসের একটি হলো “রজব”।

মহিমান্বিত রজব মাসে আপনাকে স্বাগতম-

রজব মাসের আগমন হলে নবীজি  এই দোয়া বেশি পাঠ করতেন “আল্লাহুম্মা বারিক লানা ফি-রাজাবি ওয়া শা’বানা ওয়া বাল্লিগনা রমাদ্বান”। এবং এই মাস থেকেই নবীজি  মাহে রমাদ্বানের প্রস্তুতি নিতে শুরু করতেন।

এই মাসে নিম্নোক্ত দশটি তাসবিহ পাঠ করে খুব সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন।
আল্লাহ বলেন- সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।(২ঃ১৫২)

১০টি তাসবিহগুলো নিম্নে পেশ করছিঃ
১/ সুবহানাল্লাহ
২/ আলহামদুলিল্লাহ
৩/ আল্লাহু আকবার
৪/ লাইলাহা ইল্লাল্লাহ
৫/ লা হাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ
এই তাসবিহগুলো আপনার কবরকে আলোকিত করতে,আপনার মিজানের পাল্লাকে ভারি করতে এবং কিয়ামতের দিবসকে উজ্জল করতে আপনার সঙ্গী হয়ে থাকবে।

আরও পাঠ করুনঃ
৬/ আস্তাগফিরুল্লাহ
৭/ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন
৮/ তাওয়াক্কালতু আ’লাল্লাহ
৯/ হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াক্বিল
১০/ আল্লাহুম্মা সল্লি আ’লা সাইয়্যিদিনা মুহাম্মাদ

এই দশটি তাসবিহ পাঠের পাশাপাশি দূয়া মুনাজাত করে আল্লাহকে সব সময় স্মরন করুন। মনে রাখবেন, দোয়াও একটি এবাদাত। কোরআন তিলাওয়াত করুন, যদি নিতান্তই তিলাওয়াত করতে না পারেন তবে তিলাওয়াত শ্রবন করুন। কোরআনের সাথে ভালোবাসা তৈরি করুন।

যখন এই কাজগুলো নিজের অভ্যাসে পরিনত করতে পারবেন তখন বুঝবেন মহান আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়ে উঠছে এবং আপনি সুপথেই আছেন।

মহান আল্লাহপাক আমাদের তৌফিক দান করুন!

লেখকঃ সুজন শাহজী 

আরো পড়ুনঃ