মুতাওয়াজ্জুহ কি?
- আপডেট সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ২৪৯৮ বার পড়া হয়েছে
“স্বীয় দেলকে কোন নিদির্ষ্ট দিকমুখী রাখাকে মুতাওয়াজ্জুহ বলা হয়।
আকাশ হইতে সাগরে এক প্রকার বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার পূর্বে সাগরের ঝিনুকদের দেলে এলহাম হয়। ঝিনুকসকল সাগরের পানির উপরের স্তরে আসিয়া মুখ খুলিয়া এক বিন্দু বৃষ্টির আশায় আকাশের পানে তাকাইয়া কাঁদিতে থাকে। স্বাতী নক্ষত্র যোগে আকাশ হইতে এক বিন্দু বৃষ্টির পানি-যে ঝিনুকের কান্না আল্লাহর নিকট পছন্দ হয়, তাহার মুখে পড়ে। সংগে সংগে ঝিনুকটি মুখ বন্ধ করিয়া সাগরের গভীর তলদেশে ডুব দেয়। সেই ঝিনুকের পেটে মূল্যবান মুক্তা পয়দা হয়। কাজেই যে মুরীদ নিজ দেলে মারেফাতের মুক্তা পয়দা করিবার ইচ্ছা রাখে, তাহার কর্তব্য পীরের দিকে সদা সর্বদা দেলকে মুতাওয়াজ্জুহ রাখা।
সূত্রঃ শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ