তাসাউফে মহব্বত কি?
- আপডেট সময় : ০৭:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ২৪৭২ বার পড়া হয়েছে
“খোদাপ্রাপ্তির পথে আর একটি প্রয়োজনীয় গুণ মহব্বত। এই পথে পীরকে ভালবাসিতে হয় সব কিছুর চাইতে বেশী। আপন স্ত্রী-পুত্র, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, সহায়-সম্পদের চেয়ে পীরকে বেশী ভালবাসিতে হয়; এমন কি নিজের জীবনের চেয়েও। যে মুরীদ নিজ জীবনাপেক্ষা পীরকে বেশী ভালবাসিতে না পারিবে, সে কস্মিনকালেও খোদাতায়ালা পর্যন্ত পৌঁছাইতে পারিবে না। খোদাপ্রাপ্তির পথে ইহা এক অন্যতম প্রধান শর্ত।”
সূত্রঃ শাহসূফী হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র নসিহত শরীফ