ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Radio

on air

Sufibad Radio

50%

 

“সূফিবাদ” বিশ্ব মানতবতার মুক্তির দিকপাল। সূফিজম মানুষকে মানবতা, প্রেম, ক্ষমা, সৌহার্দ্য, পরোপকার শিক্ষা দেয়। সূফিবাদের বিভিন্ন লিখা পড়তে সাথেই থাকুন।

‘সূফিবাদ.কম’ বাংলাদেশের একমাত্র জনপ্রিয় আধ্যাত্মিক অনলাইন রেডিও ওয়েবসাইট। ২০২২ সালের মার্চ হতে এই রেডিওর যাত্রা শুরু হয়। আমরা ব্যক্তি কেন্দ্রিক প্রচারের লক্ষ্য নিয়ে কাজ করিনা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সিরাতুল মুস্তাকিমদের (আউলিয়াদের) জীবনী/বাণী/হিকমাহ/ইলম/তত্ত্ব/ আহলে বায়েতের শান-মান/ আটরশির জিকির/রহমতের ফায়েজ/মোরাকাবা/ফাতেহা শরীফ/খতম শরীফ প্রচার করা।

ধর্মীয় বিষয়ে, রাজনৈতিক বিষয়ে কোনো প্রকার সমালোচনা হয় এরুপ প্রচার আমরা করিনা। সকল ধর্ম ও জাতিকে আমরা সম্মান করি।