ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জ্বালানী ছাড়াই গাড়ী চলল শত মাইল

Sheikh Alhaz Uddin
  • আপডেট সময় : ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • / ২৪৫৪ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৯৭৫ইং সনে কোন এক জরুরী কাজে ড্রাইভার আব্দুর রাজ্জাক পীর কেবলাজান হুজুর হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের ব্যবহৃত জীপ গাড়ীটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন। সর্বশেষ তিনি যখন চেক করেন তখন গাড়ীতে জ্বালানী বা তেল ছিল মাত্র এক গ্যালন। আব্দুর রাজ্জাক ভাবলেন ফরিদপুর গিয়ে তেল নিবেন। কিন্তু ফরিদপুর শহরে গিয়ে জানতে পারলেন যে,পেট্রোল পাম্প বন্ধ। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বা অন্য যে কোন কারণেই হোক দৌলতদিয়া, আরিচাসহ সারাপথের সর্বত্র সব পাম্পেরই একই অবস্থা।আব্দুর রাজ্জাক আপন পীরের ওসিলা নিয়ে গাড়ী চালানো অব্যাহত রাখলেন।

কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ও বিস্ময়কর ঘটনা হচ্ছে যে, পরবর্তী পাম্পে তেল পাওয়া যাবে এ আশায় সামনে যেতে যেতে মাত্র এক গ্যালন তেলের সাহায্যেই একেবারে ঢাকার মিরপুর পর্যন্ত গিয়ে একটি খোলা পেট্রোল পাম্পের কাছে পৌছাতেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেখান থেকে তেল নিয়ে আব্দুর রাজ্জাক আবার গাড়ী চালাতে শুরু করলেন। কাজেই ফরিদপুরের আটরশি থেকে ঢাকার মিরপুর পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘপথ মাত্র এক গ্যালন তেলের সাহায্যে কিভাবে পাড়ি দেয়া সম্ভব হলো তা অবশ্যই চিন্তার বিষয়। স্বাভাবিক নিয়মে আটরশি থেকে ঢাকার মিরপুর পর্যন্ত আসতে কমপক্ষে ২০ গ্যালন তেল লাগার কথা। কিন্তু বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের গাড়ী বলেই বিশেষ প্রয়োজনে আটরশি থেকে ঢাকা এই দীর্ঘপথ বিনা তেলে বা জ্বালানী ছাড়াই পাড়ি দিয়ে চলে এলো।

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানী ছাড়াই গাড়ী চলল শত মাইল

আপডেট সময় : ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

১৯৭৫ইং সনে কোন এক জরুরী কাজে ড্রাইভার আব্দুর রাজ্জাক পীর কেবলাজান হুজুর হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের ব্যবহৃত জীপ গাড়ীটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেন। সর্বশেষ তিনি যখন চেক করেন তখন গাড়ীতে জ্বালানী বা তেল ছিল মাত্র এক গ্যালন। আব্দুর রাজ্জাক ভাবলেন ফরিদপুর গিয়ে তেল নিবেন। কিন্তু ফরিদপুর শহরে গিয়ে জানতে পারলেন যে,পেট্রোল পাম্প বন্ধ। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি বা অন্য যে কোন কারণেই হোক দৌলতদিয়া, আরিচাসহ সারাপথের সর্বত্র সব পাম্পেরই একই অবস্থা।আব্দুর রাজ্জাক আপন পীরের ওসিলা নিয়ে গাড়ী চালানো অব্যাহত রাখলেন।

কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ও বিস্ময়কর ঘটনা হচ্ছে যে, পরবর্তী পাম্পে তেল পাওয়া যাবে এ আশায় সামনে যেতে যেতে মাত্র এক গ্যালন তেলের সাহায্যেই একেবারে ঢাকার মিরপুর পর্যন্ত গিয়ে একটি খোলা পেট্রোল পাম্পের কাছে পৌছাতেই ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেখান থেকে তেল নিয়ে আব্দুর রাজ্জাক আবার গাড়ী চালাতে শুরু করলেন। কাজেই ফরিদপুরের আটরশি থেকে ঢাকার মিরপুর পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘপথ মাত্র এক গ্যালন তেলের সাহায্যে কিভাবে পাড়ি দেয়া সম্ভব হলো তা অবশ্যই চিন্তার বিষয়। স্বাভাবিক নিয়মে আটরশি থেকে ঢাকার মিরপুর পর্যন্ত আসতে কমপক্ষে ২০ গ্যালন তেল লাগার কথা। কিন্তু বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের গাড়ী বলেই বিশেষ প্রয়োজনে আটরশি থেকে ঢাকা এই দীর্ঘপথ বিনা তেলে বা জ্বালানী ছাড়াই পাড়ি দিয়ে চলে এলো।