বায়াত না হওয়ার কুফল

- আপডেট সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / ২৫৬৮ বার পড়া হয়েছে
বায়াত না হওয়ার কুফল
ﻣﻦ ﻳﻬﺪ ﺍﻟﻠﻪ ﻓﻬﻮ ﺍﻟﻤﻬﺘﺪ ﻭ ﻣﻦ ﻳﻀﻠﻞ ﻓﻠﻦ ﺗﺠﺪ ﻟﻪ ﻭ
ﻟﻴﺎ ﻣﺮﺷﺪﺍ
অথ:আল্লাহ যাদেরকে পথ দেখান তারাই
পথ পায় আর যাদেরকে পথভ্রষ্ট বা
গোমরাহ করেন তারা কোন ওলীকে
মুর্শিদ হিসেবে পাইবে না
-সুরা কাহাফ ১৭নং আয়াত
এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে যারা
ওলীদেরকে মুর্শিদ হিসাবে ধরেনা
তারা পথভ্রষ্ট ও গোমরাহ।
ﻭﻣﻦ ﻳﻀﻠﻞ ﺍﻟﻠﻪ ﻓﻠﻦ ﺗﺠﺪ ﻟﻪ ﺻﺒﻼ
অর্থঃ আল্লাহ যাদেরকে গোমরাহ করেন
তারা কোন ত্বরিকা বা রাস্তা খোজে
পাবেনা।
-সুরা নিসা ১৪৩নং আয়াত।
সুতরাং যারা ত্বরিকা মানেনা তারা
পথভ্রষ্ট, ইহা মহান আল্লাহর ফতুয়া। ﻗﺎﻝ
ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻟﻴﺲ
ﻓﻲ ﻋﻨﻘﻪ ﺑﻴﻌﺔ ﻣﺎﺕ ﻣﻴﺘﺔ ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ
অর্থ:যারা মারা গেল অথচ বায়াতের
রশ্নি তার গলায় জুলল না সে যেন
জাহেলীদের মত মারা গেল।
-মুসলিম শরিফ ;; মেসকাত ৩২০পৃঃ;;
মেরকাত ৭ম খন্ড ২৩৪পৃঃ ;; মুসনাদে আহমদ
১৫৪/২ ;; আশিয়াতুল লুমআত।
এই হাদিস দ্বারা প্রমান হয়ে যায়,
বায়াত না হয়ে মারা গেলে
জাহেলীদের মতই মারা যাবে।
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻦ ﻣﺎﺕ ﻭﻻ
ﺑﻴﻌﺔ ﻋﻠﻴﻪ ﻣﺎﺕ ﻣﻴﺘﺔ ﺍﻟﺠﺎ ﻫﻠﻴﺔ
অর্থঃযে মারা গেল কিন্তুু বায়াত হইল
না, সে জাহেলীদের মত মারা গেল।
-তাবারানী মুজামুল কবির ৬ষ্ঠ
খন্ড ২৯৭পৃঃ
এই হাদিস দ্বারাও প্রমানিত বায়াত না
হইলে সে জাহেলীদের(যারা
জাহান্নামী) মতই মারা যাবে।