ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দরিদ্রতা থেকে মুক্তির দোয়া

  • আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২৪১৫ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হজরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা (রহ.) একটি আমলের কথা বর্ণনা করেছেন।

তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে- আল্লাহতায়ালা তার সত্তরটি বিপদ দূর করে দেবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দরিদ্রতা। আর অন্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়।

বাংলা উচ্চারণ: ‘লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি।’

দরিদ্রতা থেকে মুক্তির জন্য এই দোয়াটিও পড়তে পারেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সব সময় এই দোয়া করতেন-

বাংলা উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে।

আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি- জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে।’ (বুখারি, হাদিস : ১৫৪৪)

 

আরো পড়ুনঃ 

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

দরিদ্রতা থেকে মুক্তির দোয়া

আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

হজরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা (রহ.) একটি আমলের কথা বর্ণনা করেছেন।

তারা বলেন, যে ব্যক্তি নিম্নের দোয়া একবার পাঠ করবে- আল্লাহতায়ালা তার সত্তরটি বিপদ দূর করে দেবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দরিদ্রতা। আর অন্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়।

বাংলা উচ্চারণ: ‘লা হাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি।’

দরিদ্রতা থেকে মুক্তির জন্য এই দোয়াটিও পড়তে পারেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সব সময় এই দোয়া করতেন-

বাংলা উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলামা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে।

আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি- জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে।’ (বুখারি, হাদিস : ১৫৪৪)

 

আরো পড়ুনঃ