ঈমান কাকে বলে, মজবুত রাখতে যে দোয়া পড়বেন
- আপডেট সময় : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ২৪০৮ বার পড়া হয়েছে
একক ইলাহ বা উপাস্য হিসেবে আল্লাহকে বিশ্বাস করা ও স্বীকৃতি দেওয়া, আল্লাহর ফেরেস্তাগণকে বিশ্বাস করা, আল্লাহ তা’আলা কর্তৃক প্রেরিত কিতাবসমূহে বিশ্বাস করা এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল নবী এবং রাসুলকে মনে প্রানে বিশ্বাস করার নামই হলো ঈমান।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে ঈমানের একাধিক শাখা আছে। তবে ঈমানের শাখা-প্রশাখাগুলোর সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে সাক্ষ্য দেওয়া।
করআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে দয়াময় তাদের জন্য সৃষ্টি করবেন ভালবাসা। (সুরা মারিয়াম: ৯৬)
মহান আল্লাহ তাআলা আরও বলেন, যে সৎ কাজ করবে মুমিন হয়ে, তার অবিচার বা ক্ষতির কোন আশংকা নেই। (সুরা ত্বহা: ১১২)
পবিত্র কোরআনে তাআলা বলেন, আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায়, সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা। (সুরা ত্বহা: ৭৫)
উম্মে সালাম (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি অধিকাংশ সময় এই দোয়া কেন করেন? তিনি বললেন, এমন কোনো মানুষ নেই যার অন্তর আল্লহ তাআলার অঙ্গুলীসমূহের দুই অঙ্গুলের মাঝে নেই। যাকে তিনি ইচ্ছা তাকে তিনি দিনের ওপর কায়েম রাখেন, যাকে ইচ্ছা তিনি সরিয়ে দেন। (সুনানে তিরমিজি: ৩৫২২)
ঈমান মজবুত করার দোয়া
শাহর ইবন হাওশাব (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি উম্মে সালামাকে (রা.) বললাম, হে উম্মুল মুমিনীন! আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন আপনার কাছে অবস্থান করতেন তখন অধিকাংশ সময় তিনি কী দোয়া করতেন? তিনি বললেন, তিনি বেশিরভাগ সময় দোয়া করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা’।
কোরআনে আল্লাহ তাআলা ঈমান লাভ করার পর পথভ্রষ্টতা ও ভ্রান্তি থেকে বাঁচতে এভাবে দোয়া করতে শিখিয়েছেন,
উচ্চারণ: রাব্বানা লা তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিনলাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল-ওয়াহহাব
অর্থ: হে আমাদের রব, আপনি হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা। (সুরা আলে ইমরান: ৮)
উচ্চারণ: ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত কালবী আলা দীনিকা
অর্থ: হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনি আপনার দীনে সুদৃঢ় রাখুন।