বাবা ভাঙ্গার পৃথিবী ধ্বংসের শুরু ২০২৫-এ ভয়ংকর ভবিষ্যদ্বাণী
- আপডেট সময় : ০৯:১৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ২৪৩১ বার পড়া হয়েছে
৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী – ইউরোপের সংঘাত ২০২৫ সালের মধ্যে মহাদেশের জনসংখ্যার বিশাল ক্ষতি করবে – এর মধ্যে একাধিক ভবিষ্যদ্বাণী মিলে গেছে – উল্লেখযোগ্য হলো যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা
তিন দশক হতে চলল তিনি নেই। কিন্তু তার ভবিষ্যদ্বাণী স্মরণ করে আজও শিহরিত হন দুনিয়ার সব মানুষ। তিনি আর কেউ নন, ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা, যিনি বাবা ভাঙ্গা নামে পরিচিত। ইউরোপের দেশ বুলগেরিয়ার নাগরিক ছিলেন তিনি। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মারা যান, বয়স হয়েছিল ৮৫ বছর। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল বাবা ভাঙ্গার। যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তিনি, তার মধ্যে একাধিক মিলে গেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ৯/১১ হামলা। এ বিষয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ছিল, ‘দুটি ধাতব পাখি আমেরিকার ভাইবোনদের ওপর ভেঙে পড়বে। দূরের জঙ্গল থেকে গর্জন করবে নেকড়েরা এবং নিরীহ মানুষের রক্তে ভেসে যাবে নদী।’
শুধু তাই নয়, পৃথিবী কবে ধ্বংস হয়ে যাবে, তারও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তার দাবি অনুযায়ী, ৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। অকল্পনীয় মহাজাগতিক ঘটনাই পৃথিবী ধ্বংসের জন্য দায়ী হবে বলে দাবি করে গিয়েছেন তিনি। তবে ধ্বংসের শুরু ২০২৫ সাল। আর বাকি মাত্র ছয়টা মাস। সম্প্রতি ভবিষ্যদ্বাণী অনেক বিষয় সামনে চলে এসেছে। বাবাভাঙ্গা দাবি করেছিলেন ইউরোপের সংঘাত ২০২৫ সালের মধ্যে মহাদেশের জনসংখ্যার বিশাল ক্ষতি করবে। রাশিয়া ইউক্রেন ও ফিলিস্তিন-ইসারায়েল সংঘাতের এ পূর্বাভাস কিন্তু যথেষ্ট উদ্বেগের।
এক নজরে দেখে নেওয়া যাক বাবাভাঙ্গার পূর্বাভাস :
১. ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করতে পারেন তাঁর এক সহকর্মী।
২. বায়োলজিক্যাল লড়াই ঘটতে পারে পৃথিবীতে। সেইসঙ্গে ইউরোপে বাড়তে পারে সন্ত্রাসী হামলা।
৩. ২০২৪ সালে বছরে জলবায়ু পরিবর্তনেরও ভবিষ্যদ্বাণী করেন বাবা ভাঙ্গা ।
৪. বাবা ভাঙ্গা বলেছেন, ২০২৪ সালে সাইবার হামলা বাড়বে। হ্যাকাররা আধুনিক প্রযুক্তি দিয়ে পাওয়ার গ্রিড এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করবে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
৫. ২০২৪ সালে কোয়ান্টাম কম্পিউটিংয়েও যুগান্তরকারী সফলতা আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।
৬. ২০২৫ সাল- ইউরোপের সংঘাত মহাদেশের জনসংখ্যা অনেক কমিয়ে দেবে।
৭. ২০২৮ সাল- মানুষ শুক্রকে শক্তির উৎস হিসেবে অন্বেষণ শুরু করবে বলেও আশা করা হয়েছে।
৮. ২০৩৩ সাল- মেরু অঞ্চলের বরফ গলে যাবে। পৃথিবীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করবে।
৯. ২০৭৬ সাল- কমিউনিজম বিশ্বে ছড়িয়ে পড়বে।
১০. ২১৩০ সাল- মানুষ এলিয়ান বা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।
১১. ২২১৭ সাল- পৃথিবী মঙ্গলে সভ্যতা স্থাপন করতে পারবে।
১২. ৩৭৮৭ সাল- মানুষ পৃথিবী ছেড়ে চলে যাবে। কারণ এ গ্রহ ততদিনে বসবাসের জন্য পুরোপুরি অযোগ্য হয়ে যাবে।
১৩. ৫০৭৯ সাল- পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
এর আগেও বাবা ভাঙ্গার বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। যার মধ্যে রয়েছে ডায়নার মৃত্যু, আমেরিকার টুইন টাওয়ারে হামলা। ২০২৪ সালে এআই এর বিশ্ব জয়ের ভবিষ্যদ্বাণীও করেছিলেন বাবাভাঙ্গা।
- ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ! সত্য হওয়ার পথে রাসুল (সা.) এর বাণী
- নবী করিম (সাঃ) কিসের তৈরি
- বায়াত না হওয়ার কুফল
- ইসলামে ক্ষুধা দর্শন
- রংপুরের জাকের ভাই
- আটরশি দরবার । আটরশির কাফেলা । ১ম পর্ব
- শীতকালে রোজা ও তাহাজ্জুদ
- পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির দোয়া
- আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে?
- শাহ নেয়ামাতুল্লাহ ওয়ালী (রহঃ) এর ভবিষ্যৎবাণী
- রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণায় হযরত শাহ সূফী খাজাবাবা ফরিদপুরী(কূঃ) ছাহেবের ভূমিকা