আখিরাত জীবন কাকে বলে
- আপডেট সময় : ০৫:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ২৪০১ বার পড়া হয়েছে
আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার।
আল্লাহ তা’য়ালা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন- کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ
অর্থ:- ”প্রেত্যক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”(সূরা আলে ইমরান,আয়াত ১৮৫)
দুনিয়ার কোনো প্রাণীই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। ছোট-বড়,ধনী-দরিদ্র, সুস্থ-অসুস্থ, শাসক-শাসিত কেউই মৃত্যুকে এড়াতে পারবে না। যত বড় ক্ষমতাধারীই হোক আর যত সুরক্ষিত স্থানে বসবাস করুক সবার নিদিষ্ট সময়ে মৃত্যু হবেই। এ ছাড়া অন্যান্য প্রাণীরও মৃত্যু অনিবার্য। আল্লাহ তা’য়ালা বলেন- أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
অর্থ:- ”তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই,এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও।” (সুরা আন-নিসা,আয়াত ৭৮)
মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়। পুন্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তা’য়ালা রহমতের সাথে। আর পাপীদের মৃত্যু খুব কষ্টকর হয়।