ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দরূদে নারিয়াহ ও ফযীলত

  • আপডেট সময় : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • / ২৪০৩ বার পড়া হয়েছে

দুরুদে নারিয়া অর্থ

Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দরূদে নারিয়াহ

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ صَلِّ صَلُوةً كَامِلَةً وَسَلَّم سَلَامًا تَامَّا عَلَى سَيِّدِنَا مُحَمَّدِنِ الَّذِي تَنْحِلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ – وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ . وَحُسْنُ الْخَوَاتِمُ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيمُ – وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفْسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَكَ

উচ্চারণ: বিসমি ল্লাহি রহমানির রহীম। আল্লাহুম্মা সাল্লি সলাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তা-ম্মান আ’লা সাহিয়্যিদিনা মুহাম্মাদিনি ল্লাযী তানহাল্লু বিহিল্ উ’ক্বাদু ওয়া তান্‌ফারিজু বিহিল কুরাবু । ওয়াতুকুদ্বা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগায়িবু। ওয়া হুস্সুল খাওয়াতিমু ওয়া ইয়ুস্তাস্কাল গামামু বিওয়াজহিহিল কারীম। ওয়া আ’লা-আ-লিহী ওয়া আসহাবিহী-ফী কুল্লি লামহাতিওঁ ওয়া নাফসিম্ বিআ’দাদি কুল্লি মা’লু মিল্লাকা ।

দুরুদে নারিয়া বাংলা অর্থ

হে আল্লাহ আমাদের সরদার হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর পরিপূর্ণ দুরূদ ও সালাম পৌছান, যার [মুহাম্মদ (সাঃ)-এর কারণে সমস্ত কঠিন বিপদ-আপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং সব ধরণের বালা-মুছীবত দূর হয় এবং যার কারণে সকল প্রকারের হাযত পূরণ হয়। তাঁর কারণেই সমস্ত আশা আকাংখা বাস্তবায়িত হয় এবং তাঁর কারণেই ইমান অবস্থায় মানুষের মৃত্যু হয়। তাঁর সম্মানিত জাতের ওছীলায় বৃষ্টিপাত হয় এবং তাঁর পরিবারবর্গ ও সাহাবীদের উপর প্রতি মুহুর্তে ঐ পরিমাণ দুরূদ ও সালাম পাঠান যে পরিমাণ আপনার জ্ঞানে আছ।

আরো পড়ুনঃ  দরূদ শরীফের মহত্ব ও ফযীলত

ফযীলতঃ (ক) এই দরূদ শরীফ অতি বরকতময় ও উপকারী দোয়া’ প্রত্যহ ফজর ও আসর নামাযের পরে ১১ বার করিয়া পাঠ করিলে, আল্লাহর মেহেরবাণীতে তাহার সর্বাধিক মঙ্গল সাধিত হবে ।

(খ) যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্জুদের ওয়াক্তে নির্জনে বসে একাগ্রমনে এই দরূদ শরীফ যে কোন নেক নিয়তে ২৭ বার পাঠ করতঃ আল্লাহর দরবারে নেক উদ্দেশ্য সম্পর্কে প্রার্থনা কররে তিনি তা কবুল করবেন এবং তাহার উদ্দেশ্য পূরা করিয়া দিবেন ।

(গ) কোন কঠিন রোগ ব্যধিতে আক্রান্ত হইলে কয়েকজন পরহেজগার আলেম লোক একত্রিত হইয়া একই বৈঠকে এই দরূদ শরীফ ৪৪৪৪ বার পাঠ করিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া’ করিলে, তিনি রোগ হইতে মুক্তি দিবেন ।

 

আরো পড়ুনঃ 

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

দরূদে নারিয়াহ ও ফযীলত

আপডেট সময় : ০৮:১৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দরূদে নারিয়াহ

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُمَّ صَلِّ صَلُوةً كَامِلَةً وَسَلَّم سَلَامًا تَامَّا عَلَى سَيِّدِنَا مُحَمَّدِنِ الَّذِي تَنْحِلُّ بِهِ الْعُقَدُ وَتَنْفَرِجُ بِهِ الْكُرَبُ – وَتُقْضَى بِهِ الْحَوَائِجُ وَتُنَالُ بِهِ الرَّغَائِبُ . وَحُسْنُ الْخَوَاتِمُ وَيُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ الْكَرِيمُ – وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ فِي كُلِّ لَمْحَةٍ وَنَفْسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَكَ

উচ্চারণ: বিসমি ল্লাহি রহমানির রহীম। আল্লাহুম্মা সাল্লি সলাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তা-ম্মান আ’লা সাহিয়্যিদিনা মুহাম্মাদিনি ল্লাযী তানহাল্লু বিহিল্ উ’ক্বাদু ওয়া তান্‌ফারিজু বিহিল কুরাবু । ওয়াতুকুদ্বা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগায়িবু। ওয়া হুস্সুল খাওয়াতিমু ওয়া ইয়ুস্তাস্কাল গামামু বিওয়াজহিহিল কারীম। ওয়া আ’লা-আ-লিহী ওয়া আসহাবিহী-ফী কুল্লি লামহাতিওঁ ওয়া নাফসিম্ বিআ’দাদি কুল্লি মা’লু মিল্লাকা ।

দুরুদে নারিয়া বাংলা অর্থ

হে আল্লাহ আমাদের সরদার হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর পরিপূর্ণ দুরূদ ও সালাম পৌছান, যার [মুহাম্মদ (সাঃ)-এর কারণে সমস্ত কঠিন বিপদ-আপদ থেকে উদ্ধার পাওয়া যায় এবং সব ধরণের বালা-মুছীবত দূর হয় এবং যার কারণে সকল প্রকারের হাযত পূরণ হয়। তাঁর কারণেই সমস্ত আশা আকাংখা বাস্তবায়িত হয় এবং তাঁর কারণেই ইমান অবস্থায় মানুষের মৃত্যু হয়। তাঁর সম্মানিত জাতের ওছীলায় বৃষ্টিপাত হয় এবং তাঁর পরিবারবর্গ ও সাহাবীদের উপর প্রতি মুহুর্তে ঐ পরিমাণ দুরূদ ও সালাম পাঠান যে পরিমাণ আপনার জ্ঞানে আছ।

আরো পড়ুনঃ  দরূদ শরীফের মহত্ব ও ফযীলত

ফযীলতঃ (ক) এই দরূদ শরীফ অতি বরকতময় ও উপকারী দোয়া’ প্রত্যহ ফজর ও আসর নামাযের পরে ১১ বার করিয়া পাঠ করিলে, আল্লাহর মেহেরবাণীতে তাহার সর্বাধিক মঙ্গল সাধিত হবে ।

(খ) যে ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাতে তাহাজ্জুদের ওয়াক্তে নির্জনে বসে একাগ্রমনে এই দরূদ শরীফ যে কোন নেক নিয়তে ২৭ বার পাঠ করতঃ আল্লাহর দরবারে নেক উদ্দেশ্য সম্পর্কে প্রার্থনা কররে তিনি তা কবুল করবেন এবং তাহার উদ্দেশ্য পূরা করিয়া দিবেন ।

(গ) কোন কঠিন রোগ ব্যধিতে আক্রান্ত হইলে কয়েকজন পরহেজগার আলেম লোক একত্রিত হইয়া একই বৈঠকে এই দরূদ শরীফ ৪৪৪৪ বার পাঠ করিয়া রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া’ করিলে, তিনি রোগ হইতে মুক্তি দিবেন ।

 

আরো পড়ুনঃ