কবর কাকে বলে ? বারযাখ এর জীবন কেমন হবে ?
![](https://sufibad.com/wp-content/uploads/2024/01/cropped-cropped-sufibad.png)
- আপডেট সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ২৪০১ বার পড়া হয়েছে
মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়।এর অপর নাম বারযাখ। এ প্রসঙ্গে আল্লাহ তা’য়ালা বলেন- وَ مِنۡ وَّرَآئِهِمۡ بَرۡزَخٌ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ
অর্থ:- ”আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।” (সূরা আল-মুমিনুন,আয়াত ১০০)
দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এসময় মুনকার-নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন। এগুলো হলো-
১.من ربك -তোমার রব কে?
২.وما دينك- তোমার দীন কী?
৩.ومن نبيك- তোমার নবী কে? অথবা, ومن هذا الرجل (রাসুল সা. এর প্রতি ইঙ্গিত করে বলা হয়) এই ব্যক্তি কে?
যাদের কবর দেওয়া হয় না তাদেরও এ প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে তারা এ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে ‘আফসোস। আমি জানি না।’ কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে।
- তরিকতের ওজিফা আদায়ের মাধ্যমে জামানার মুসিবত থেকে বাঁচা সম্ভব
- দরূদ শরীফের মহত্ব ও ফযীলত
- নবী করিম (সাঃ) কিসের তৈরি
- বায়াত না হওয়ার কুফল
- ইসলামে ক্ষুধা দর্শন
- রংপুরের জাকের ভাই
- আটরশি দরবার । আটরশির কাফেলা । ১ম পর্ব
- শীতকালে রোজা ও তাহাজ্জুদ
- পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির দোয়া
- আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে?