ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিঃসন্তান পিতার সন্তান লাভ

Sheikh Alhaz Uddin
  • আপডেট সময় : ১০:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ২৪৪৩ বার পড়া হয়েছে
Sufibad.com - সূফিবাদ.কম অনলাইনের সর্বশেষ লেখা পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাওলানা লক্ষ্মীপুরী সাহেবের বিয়ের পর ১৫ বছর পর্যন্ত কোন সন্তানাদি হয়নি। এ সম্পর্কে হযরত কেবলাজান হুজুরের কাছে অন্যের মাধ্যমে নালিশও করা হয়। কিন্ত পীর কেবলাজান তেমন কোন গুরুত্ব দিলেননা প্রথম দিকে। পরবর্তীতে তৎকালীন মাওলানা সাদেকুর রহমান এবং কেবলাজান হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ ও একনিষ্ঠ খাদেম জনাব আলাউদ্দিন চৌধুরী, মাওলানা লক্ষ্মীপুরীর সন্তানের জন্য পীর কেবলাজানের কাছে দোয়া চেয়ে জোরালো সুপারিশ করলেন। এবারে হযরত কেবলাজান হুজুর বললেন, “আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আলাহ পাক জানিয়েছেন পুত্রের বয়স দুই মাস।” এ ঘটনার পর মাওলানা লক্ষ্মীপুরী সাহেব বাড়ীতে গিয়ে জানতে পারলেন তার স্ত্রী সন্তানসম্ভবা। এরপর তিনি যথাসময়ে একটি পুত্র সন্তান লাভ করেন। তার সেই পুত্র এখন দরবার শরীফেরই মাদ্রাসার ছাত্র।

 

আরো পড়ুনঃ 

Sufibad 24

ব্লগটি শেয়ার করুন

ট্যাগস :

নিঃসন্তান পিতার সন্তান লাভ

আপডেট সময় : ১০:২২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

মাওলানা লক্ষ্মীপুরী সাহেবের বিয়ের পর ১৫ বছর পর্যন্ত কোন সন্তানাদি হয়নি। এ সম্পর্কে হযরত কেবলাজান হুজুরের কাছে অন্যের মাধ্যমে নালিশও করা হয়। কিন্ত পীর কেবলাজান তেমন কোন গুরুত্ব দিলেননা প্রথম দিকে। পরবর্তীতে তৎকালীন মাওলানা সাদেকুর রহমান এবং কেবলাজান হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ ও একনিষ্ঠ খাদেম জনাব আলাউদ্দিন চৌধুরী, মাওলানা লক্ষ্মীপুরীর সন্তানের জন্য পীর কেবলাজানের কাছে দোয়া চেয়ে জোরালো সুপারিশ করলেন। এবারে হযরত কেবলাজান হুজুর বললেন, “আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আলাহ পাক জানিয়েছেন পুত্রের বয়স দুই মাস।” এ ঘটনার পর মাওলানা লক্ষ্মীপুরী সাহেব বাড়ীতে গিয়ে জানতে পারলেন তার স্ত্রী সন্তানসম্ভবা। এরপর তিনি যথাসময়ে একটি পুত্র সন্তান লাভ করেন। তার সেই পুত্র এখন দরবার শরীফেরই মাদ্রাসার ছাত্র।

 

আরো পড়ুনঃ