ডাকাত কর্তৃক লুণ্ঠিত মালামাল ফেরত পাবার ঘটনা
- আপডেট সময় : ১০:৪৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ২৪৩২ বার পড়া হয়েছে
একবার রংপুরের জাকেরানদের মাসিক বাস রংপুর শহর থেকে রাত ১০টায় ছেড়ে রাত ১২টার দিকে পলাশবাড়ী ধাপেরহাটে পৌছলে গাড়ীতে ডাকাত পড়ে। দস্যুরা বাসযাত্রী জাকেরানদের সব কিছু লুটপাট করে নিয়ে যায়। কিন্তু মাওলানা রংপুরী সাহেবের কাছে থাকা পীর কেবলাজানের নজরানার টাকা আর একটা শখের কাশ্মীরি শাল ডাকাতরা নিলনা। তবে ওরা দরবারমুখী বাসটি দিয়ে ব্যারিকেড তৈরী করে অন্যান্য যানবাহনে ডাকাতি করে। অগত্যা জাকেরানরা বগুড়ায় একজন জাকের ভাইয়ের নিকটাত্মীয়ের বাড়ীতে গিয়ে কিছু টাকা জোগাড় করে পুনরায় যাত্রা শুরু করেন এবং দেরীতে দরবার শরীফে পৌছেন। এ ঘটনা হুজুর পাককে জানালে তিনি প্রথমে গভীর রাতে গাড়ী ছাড়ার জন্য জাকেরানদের উপর অসন্তুষ্ট হন। কিন্তু পরক্ষণেই শান্তনা দিয়ে বললেন, “ওরা মাল ফেরৎ দিবে, ওরা আসবে।” পরে সত্যি সত্যি ডাকাতরা এসে মালামাল ফেরৎ দিয়ে ক্ষমা চাইল।
এ অবিশ্বাস্য ঘটনায় জাকেরান আশেকান সকল অবাক হয়ে গেলেন এবং পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পূতঃ পবিত্র কদম মুবারকে শত কোটি কদমবুচি আরজ করলেন। উল্লেখ্য, এরপর থেকে হযরত কেবলাজান হুজুর রংপুরের জাকেরানদের মাসিক গাড়ী নিশির শেষ ভাগে রহমতের সময় অথবা দিনের বেলা ছাড়ার নির্দেশ দেন।