রংপুর জেলার বাঁশের খেদমতের ঘটনা
Sheikh Alhaz Uddin
- আপডেট সময় : ১২:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ২৪৩২ বার পড়া হয়েছে
একবার মহা পবিত্র উরস শরীফের আগে রংপুর জেলার বাঁশের খেদমত নদীপথে সারাপথ পাড়ি দিয়ে পিয়াজখালীতে এসে আটকা পড়ে। কারণ, সদরপুর খালে তখন বাঁশ ভাসিয়ে নেয়ার মতো পানি ছিলনা। এত কষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত পানির উপর বাঁশের ভেলায় অবস্থান করে যে সব নিবেদিতপ্রাণ জাকের ভাই খেদমত নিয়ে এসেছেন তারা হুজুর পাকের দরবারে খেদমত পৌঁছাতে পারছেননা বলে হতাশা ও দুশ্চিন্তায় অধীর হয়ে পড়লেন। এ পর্যায়ে নেতৃত্বস্থানীয় জাকেরভাইরা গিয়ে হুজুর পাকের কাছে নালিশ জানিয়ে সদরপুর খালে পানির অভাবের কথা বললেন। হযরত কেবলাজান হুজুর তাদেরকে খেদমত দরবার শরীফে নিয়ে আসার হুকুম দিলে তারা গিয়ে দেখেন মুহুর্তের মধ্যেই সদরপুর খালে বুক সমান পানি হয়ে আছে। কাজেই রংপুরের বাঁশের খেদমত সহজেই একবারে দরবার শরীফের পুকুর পর্যন্ত নিয়ে আসা সম্ভব হলো।